বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক কবে?
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

চলতি বছরের নভেম্বর মালদ্বীপের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশ (বাফুফে) ও মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন উভয় পক্ষই এতে সম্মত হয়েছে। ঘরের মাঠে এই দুটি প্রীতি ম্যাচে বাংলাদেশের হয়ে মাঠে নামার কথা ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরীর। তবে হামজা চৌধুরীর সমর্থকদের জন্য খানিকটা দুঃসংবাদও বটে। একে তো তার চোট পাওয়ার খবরে দুশ্চিন্তায় তারা, তার ওপর ফিফা বাড়াল অপেক্ষা।
কিছুদিন আগে লেস্টার সিটির হয়ে অনুশীলনে কাঁধে চোট পেয়েছিলেন হামজা। প্রথমে শোনা গিয়েছিল তার অস্ত্রোপচার লাগবে। সম্প্রতি লেস্টার সিটির কোচ স্টিভ কুপার জানিয়েছেন, হামজার অস্ত্রোপচার লাগছে না। যদিও তিনি চোটের কারণে এ মুহূর্তে বিশ্রামেই আছেন। নভেম্বরে তার বাংলাদেশের জার্সিতে খেলা অনিশ্চিত। কয়েক সপ্তাহ আগে হামজা বাংলাদেশের হয়ে খেলার জন্য ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পেয়েছেন। তার বিষয়টি এখন ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে। সেখান থেকে ছাড়পত্র মিললেই হামজার বাংলাদেশের হয়ে খেলতে বাধা থাকার কথা নয়। তবে ফিফা হামজার ব্যাপারে বাড়তি কিছু কাগজপত্র চেয়েছে বলে জানিয়েছেন বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন, ‘এমনিতেই হামজার চোট আছে। তার ব্যাপারে আমরা আগেই ফিফার কাছে আবেদন করেছি। ফিফা কিছু বাড়তি কাগজপত্র চেয়েছে। বাফুফে থেকে হামজার এজেন্ট ও তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সেই কাগজপত্রের ব্যাপারে।’ সংশ্লিষ্ট কাগজ হাতে পাওয়ার পর সেগুলো ফিফার কাছে পাঠাবে বাফুফে। এরপর তারা যাচাই বাছাই করে অনুমোদনের চিন্তা ভাবনা করবে। বলা যায় এই প্রক্রিয়াটা ভালোই সময় সাপেক্ষ। ২৭ বছর বয়সী হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তার মা বাংলাদেশি। মায়ের বাড়ি ছিল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। মায়ের সঙ্গে তিনি বাংলাদেশে এসেছেন কয়েকবার, সিলেটেও ঘুরে গেছেন। মায়ের সূত্র ধরেই লাল-সবুজ জার্সি গায়ে চড়ানোর ইচ্ছা হামজার। এখন দেখার বিষয় কবে তাঁর সেই চাওয়া পূরণ হয়।
মাসখানেক আগে হামজা বাংলাদেশি পাসপোর্ট হাতে পান। গত ২৪ সেপ্টেম্বর এফএ তাকে বাংলাদেশের জার্সিতে খেলার ব্যাপারে অনাপত্তিপত্র দেয়। পরের পদক্ষেপ হিসেবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করে বাফুফে। তাদের অনুমতি পেলেই হামজা বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করবেন। কিন্তু চোট আর কাগজপত্র সংক্রান্ত জটিলতায় অপেক্ষা আরও দীর্ঘতর হচ্ছে।
