ঢাকা মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

শাকিল-সাজিদের নৈপুণ্যে এগিয়ে পাকিস্তান

শাকিল-সাজিদের নৈপুণ্যে এগিয়ে পাকিস্তান

মুলতানে প্রথম টেস্টে বিব্রতকর হারের পর দ্বিতীয় টেস্টে স্পিন সহায়ক উইকেট বানিয়ে সাফল্য পেয়েছিল পাকিস্তান। রাওয়ালপিন্ডিতেও সাফল্যের খোঁজে তৈরি হলো স্পিন সহায়ক উইকেট। যেখানে কী না একটি বলও করেননি পাকিস্তানি কোনো পেসার। অফস্পিনার সাজিদ খানের ঘূর্ণিতে বিপাকে পড়ে ইংল্যান্ড। ভালো সঙ্গ পান বাঁহাতি স্পিনার নোমান আলীর কাছ থেকেও। তাতে ভালো দিনই কাটিয়েছে স্বাগতিকরা। রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিন পাকিস্তানের সপ্তম উইকেটের পতন ঘটে যখন, তাদের রান তখন কেবল ১৭৭, শাকিলের ৬৮। সেখান থেকে অষ্টম উইকেটে নোমানের সঙ্গে ৮৮ ও নবম উইকেটে সাজিদ খানের সঙ্গে ৭৭ রানের দুটি জুটিতে পাকিস্তানকে সাড়ে তিনশর কাছাকাছি সংগ্রহ এনে দেন শাকিল। টার্নিং উইকেটে স্কিল, টেম্পারামেন্ট, ধৈর্য ও মানসিকতা মিলিয়ে ২২৩ বলে ১৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ৩৪৪ রান করে প্রথম ইনিংসে ৭৭ রানের মূল্যবান লিড পায় পাকিস্তান। নোমান ৮৪ বলে ৪৫ ও সাজিদ ৪৮ বলে ৪ ছক্কা ও ২ চারে অপরাজিত ৪৮ রান করেন। এই দুজন পরে তাদের মূল কাজ, বোলিংয়ে গুঁড়িয়ে দিয়েছেন ইংলিশ টপ অর্ডার। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ২৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে ইংলিশরা। এখনো ৫৩ রানে পিছিয়ে আছে তারা। ৩ উইকেটে ৭৩ রান নিয়ে গতকাল শুক্রবারের খেলা শুরু করে পাকিস্তান। ১৬ রান নিয়ে এদিন ব্যাটিংয়ে নামেন শান মাসুদ ও শাকিল। আগের দিনের সঙ্গে আর ১০ রান যোগ করেই বিদায় নেন মাসুদ। অফ স্পিনার শোয়েব বাশিরকে লেগ সাইডে খেলার চেষ্টায় গালিতে অলি পোপের হাতে ধরা পড়েন তিনি। মোহাম্মদ রিজওয়ান শুরুটা করেন ভালো। শাকিলের সঙ্গে তার জুটি জমে উঠছিল যখন, তখনই ৫২ রানের জুটি ভাঙে রেহান আহমেদ। লেগ স্পিনারের বলে এলবিডব্লিউ হন রিজওয়ান। রেহান পরে দ্রুত বিদায় করে দেন সালমান আলি আগা ও আমের জামালকে। প্রথম সেশনে ৪ উইকেট তুলে নিয়ে লিড পাওয়ার আশা জাগায় ইংলিশরা। তবে সফরকারীদের সেই আশা মাড়িয়ে, নোমানকে সঙ্গে নিয়ে পাকিস্তানকে এগিয়ে নেন শাকিল। চতুর্থ টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন তিনি ১৮১ বলে। দ্বিতীয় নতুন বলে নোমানকে এলবিডব্লিউ করে ১৫১ বল স্থায়ী জুটি ভাঙেন বাশির। সাজিদ উইকেটে গিয়েই শুরু করেন আগ্রাসী ব্যাটিং। বাশিরের একই ওভারে দুই ছক্কার সঙ্গে একটি চার মারেন তিনি। পেসার গাস অ্যাটকিনসনকে ফিরতি ক্যাচ দিয়ে শেষ হয় শাকিলের ৫টি চারে গড়া চমৎকার ইনিংস। পরের ওভারে রেহানকে ছক্কা মেরে ফিফটির দুয়ারে পৌঁছে যান সাজিদ। কিন্তু ওই ওভারেই জাহিদ মাহমুদ বোল্ড হলে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। আট মাস পর টেস্ট খেলতে নেমে ৬৬ রানে ৪ উইকেট নিয়ে ইংল্যান্ডের সফলতম বোলার রেহান। দিনের শেষ ঘণ্টায় ব্যাটিংয়ে নেমে দ্রুত টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারায় ইংল্যান্ড। বেন ডাকেটকে এলবিডব্লিউ করেন প্রথম ইনিংসে ৬ উইকেট নেয়া অফ স্পিনার সাজিদ। পাকিস্তান এই সাফল্য পায় রিভিউ নিয়ে। বাঁহাতি স্পিনার নোমানকে ডিফেন্স করার চেষ্টায় এলবিডব্লিউ হন জ্যাক ক্রলি। নোমানের পরের ওভারে স্লিপে ধরা পড়েন পোপ। এরপর আলোকস্বল্পতায় একটু আগেভাগেই শেষ হয়ে যায় দিনের খেলা। জো রুট ও হ্যারি ব্রুকের সামনে তৃতীয় দিন কঠিন চ্যালেঞ্জ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত