ম্যাচসেরার পুরস্কার দুই কোচকে উৎসর্গ তহুরার
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
চলমান সাফ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে চলেছেন তহুরা খাতুন। ভারতের বিপক্ষে ম্যাচে দুই গোল করেছিলেন তিনি। এবার ভুটানের বিপক্ষে পেলেন হ্যাটট্রিক। তার হ্যাটট্রিকে টানা দ্বিতীয়বার দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের ‘বিশ্বকাপ’ খ্যাত এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছে বাংলাদেশ। গতকাল রোববার কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আসরের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে হারিয়েছে লাল সবুজের কন্যারা। এদিন রঙ্গশালায় সবার চেয়ে উজ্জ্বল ছিলেন তহুরা। নিজেকে আলাদাভাবে চিনিয়েছেন তিনি। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। আর এই পুরস্কার তিনি উৎসর্গ করেছেন সাবেক দুই কোচ গোলাম রব্বানী ছোটন ও মফিজ উদ্দিনকে। তহুরা বলেন, ‘আমার সতীর্থরা আমাকে অনেক সাহায্য করেছে। আজ তারা সেরা খেলাটা খেলেছে। তাদের কারণেই তিনটা গোল করতে পারছি। ম্যান অব দ্য ম্যাচ হয়েছি। আমার এই ম্যাচসেরার পুরস্কার আমার সাবেক দুই কোচ ছোটন স্যার ও মফিজ স্যারকে উৎসর্গ করেছি। যাদের কারণেই আমি ছোট থেকে এ পর্যন্ত উঠে এসেছি।’ ভারতের বিপক্ষে এবং ফাইনালে উঠার ম্যাচে ভুটানের বিপক্ষে দুইটিতেই ম্যাচসেরা পুরস্কার জিতেন তহুরার। এর অনুভূতি প্রকাশ করতে যেয়ে এই টাইগ্রেস ফুটবলার বলেন, ‘আমার অনেক ভালো লাগছে। আমাদের প্রত্যেকটা প্লেয়ারের অনেক চেষ্টা ছিল। শেষ পর্যন্ত আমরা সেমি ফাইনাল থেকে ফাইনালে উঠতে পারছি। আল্লাহর কাছে শুকরিয়া। আমার টিমম্যাটদের ধন্যবাদ। সে সঙ্গে কোচিং স্টাফদেরও। তাদের জন্যই আমি প্রাইজ পেয়েছি।’ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ সেমিফাইনাল উৎরে এখন ফাইনালে। তার ব্যাখা দিতে যেয়ে ম্যাচ সেরা তহুরার ভাষ্যে, পরিবার এবং বাংলাদেশের সবার দোয়ায় তারা এ পর্যন্ত উঠে এসেছেন। একই সঙ্গে বাফুফের দু’হাত প্রসারিত করার জন্যও ধন্যবাদ জানান তিনি। তাহুরুা বলেন, ‘আমার মা-বাবা আর বাংলাদেশে যারা আছে ওনাদের দোয়ায় আমরা এ পর্যন্ত আসতে পারছি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ। তাদের কারণেই আমরা এ পর্যন্ত আসতে পারছি।’