ঢাবিতে ‘স্বাধীনতা ২.০ আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট’
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ‘স্বাধীনতা ২.০ আন্তঃহল ক্রিকেট টুর্নামেন্ট’ শুরু হয়েছে। গতকাল রোববার কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান টুর্নামেন্টের সফলতা কামনা করে বলেন, এই আয়োজন সাম্প্রতিক ছাত্র-জনতার অভ্যুত্থানকে স্মরণ করিয়ে দেয়। ছাত্র-জনতার আত্মত্যাগকে স্মরণে রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। নিয়মিত অনুশীলন এবং ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমকে আরো বেগবান করার উপর তিনি গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, এই টুর্নামেন্টে ১৩টি হল ও ২টি হোস্টেলের ছাত্ররা অংশগ্রহণ করছেন।