ঢাকা ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রাম টেস্ট

ছিটকে গেলেন জাকের নতুন মুখ মাহিদুল

ছিটকে গেলেন জাকের নতুন মুখ মাহিদুল

মিরপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশ। সিরিজ হার এড়াতে চট্টগ্রাম টেস্টে তাই ঘুরে দাঁড়ানোর বিকল্প নেই টাইগারদের। এর মধ্যেই ধাক্কা খেয়েছে দলটি। অনুশীলনে চোট পেয়ে ছিটকে গিয়েছেন মিরপুর টেস্টেই অভিষেক হওয়া জাকের আলী অনিক। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে উইকেটরক্ষক-ব্যাটার জাকেরের ছিটকে যাওয়ার বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াডে তার পরিবর্তে নেয়া হয়েছে আনক্যাপড মিডল অর্ডার ব্যাটার মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কনকে।

চট্টগ্রামে প্রথম দিনের অনুশীলনে নাহিদ রানার একটি ডেলিভারি জাকেরের হেলমেটে লাগে। দলের ফিজিও বায়েজিদুল ইসলামের প্রাথমিক শুশ্রƒষার পর তখন ব্যাটিং চালিয়ে যান তিনি। তবে টিম হোটেলে ফিরে কনকাশনের লক্ষণ দেখা দেয়ায় তাকে দ্বিতীয় টেস্ট থেকে তাকে সরিয়ে নেয়া হয়। বিসিবির বিবৃতিতে ফিজিও দুল জানান, এখনো জাকেরের মধ্যে কনকাশনের কিছু উপসর্গ দেখতে পাচ্ছেন তারা। মিরপুরে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ২ রান করে আউট হন জাকের। পরের ইনিংসে চাপের মুখে তিনি খেলেন ১১২ বলে ৫৪ রানের ইনিংস। সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে গড়ে তোলেন ১৩৮ রানের জুটি। জাকেরের চোটে জাতীয় লিগের ম্যাচের মাঝপথে চলে আসছেন মাহিদুল। বিকেএসপির তিন নম্বর মাঠে শনিবার শুরু হয়েছে রংপুর ও ঢাকার মধ্যকার দ্বিতীয় রাউন্ডের লড়াই। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথম দুই দিন ব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি ঢাকা অধিনায়কের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত