ঢাকা মঙ্গলবার, ১৭ জুন ২০২৫, ৩ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

পাপনসহ বিসিবির ১১ পরিচালকের পদ শূন্য

পাপনসহ বিসিবির ১১ পরিচালকের পদ শূন্য

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব ছাড়লেও পরিচালক পদ ধরে রেখেছিলেন নাজমুল হাসান পাপন। এবার সেটিও চলে গেল। তার সঙ্গে পদ হারালেন আরো ১০ পরিচালক। পরপর তিনটি বোর্ড সভাতে উপস্থিত না থাকায় পদ হারিয়েছেন তারা। গতকাল বুধবার বোর্ড সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

বিসিবির গঠনতন্ত্রের ১৫(২) এর ধারা অনুযায়ী, শারীরিক অসুস্থতা, বিদেশ গমন বা যথাযথ কারণ ছাড়া পরপর তিনটি বোর্ডসভায় অনুপস্থিত থাকলে তার পরিচালকের সদস্যপদ বাতিল হবে। এই ধারা মেনেই বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ১৪ পরিচালকের পদ শূন্য ঘোষণা করেছেন। আগেই একজন মারা যাওয়ায় তার পদ শূন্য ছিল। নাজমুল হাসান ছাড়াও এই তালিকায় আছেন মঞ্জুর কাদের, আ জ ম নাছির উদ্দিন, শেখ সোহেল, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, শফিউল আলম চৌধুরী নাদেল, ইসমাইল হায়দার মল্লিক, তানভীর আহমেদ (টিটু), ওবায়েদ রশিদ নিজাম, গাজী গোলাম মোর্তজা ও নাজিব আহমেদ।

গত ৫ অগাস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এই পরিচালকরা আড়ালে আছেন। নাজমুল হাসান লন্ডনে, ইসমাইল হায়দার দুবাইয়ে, এরকম তাদের অনেকেই দেশের বাইরে আছেন বলে জানা গেছে নানা সূত্র থেকে। এ ছাড়াও আরও তিন পরিচালক নাঈমুর রহমান, এনায়েত হোসেন সিরাজ ও খালেদ মাহমুদের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে এ দিনের বোর্ড সভায়।

জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় বোর্ডে আসা পরিচালক জালাল ইউনুস পদত্যাগ করেছেন অনেক আগেই। এই কোটার আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকে পদত্যাগ করতে বলা হয়েছিল। তিনি তা করেননি। তবে তার মনোনয়ন সরিয়ে নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এই দুজনের জায়গায় গত ২১ অগাস্ট জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবি পরিচালক হন ফারুক আহমেদ ও নাজমুল আবেদীন ফাহিম। সেদিনই জানানো হয় নাজমুলের পদত্যাগের খবর। ফারুক নতুন সভাপতি নির্বাচিত হন সেদিনই। আগের বোর্ড পরিচালকদের মধ্যে এখনো সক্রিয় আছেন মাহবুব আনাম, আকরাম খান, ফাহিম সিনহা, কাজী ইনাম আহমেদ, শফিউল আলম স্বপন, সালাউদ্দিন আহমেদ, ইফতেখার রহমান ও মঞ্জুর আলম।

আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নেয়া হয়েছে এ দিনের বোর্ড সভায়। বর্তমান বাস্তবতায় বিসিবিকে কার্যকর ও এই সময়ের প্রয়োজন মেটানোর উপযোগী করে তুলতে গঠনতন্ত্র সংশোধনী কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। বিসিবি পরিচালক নাজমুল আবেদীনকে এই কমিটির প্রধান করা হয়েছে। প্রশাসনিক এসব সিদ্ধান্তের বাইরে ক্রিকেটীয় দিক থেকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়া হয়েছে। দেশের মূল তিন টেস্ট ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে পরিপূর্ণ আধুনিক জিমনেসিয়াম গড়ে তোলার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এ ছাড়াও এবারের বিপিএলে পূর্নাঙ্গ ই-টিকেট কার্যক্রম চালু করতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত