ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ঢাবি আন্তঃহল ছাত্রী ক্রিকেট প্রতিযোগিতা

ঢাবি আন্তঃহল ছাত্রী ক্রিকেট প্রতিযোগিতা

ঢাকা বিশ্ববিদ্যালয় ‘৯ম আন্তঃহল ছাত্রী ক্রিকেট প্রতিযোগিতা’ শুরু হয়েছে। গতকাল সোমবার কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতা উদ্বোধন করেন ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা।

উদ্বোধনী ম্যাচে রোকেয়া হল ৫২ রানে কবি সুফিয়া কামাল হলকে পরাজিত করেছে। রোকেয়া হল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে হালিমাতুস সাদিয়া ৪৮ বলে ৯৩ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে কবি সুফিয়া কামাল হল নির্ধারিত ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৭৬ রান করতে সক্ষম হয়। রোকেয়া হলের হালিমাতুস সাদিয়া প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন। শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সারসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত