ঢাকা ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বাফুফের পেশাদার লিগ কমিটিতে চমক

বাফুফের পেশাদার লিগ কমিটিতে চমক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদার লিগ কমিটিতে বৈচিত্র্য আনা হয়েছে। বাফুফের প্রথম নির্বাহী কমিটির সভাতে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয়েছিল। এরপর পুরো পেশাদার লিগ কমিটি ঘোষণা করা হলো। নানা রকমের পেশার ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল ফুটবল লিগ ম্যানেজমেন্ট কমিটি। বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান আগে থেকে এই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান। কো-চেয়ারম্যান হিসেবে আছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন চৌধুরী।

তবে চমক হলো এই কমিটিতে রাখা হয়েছে সমাজের বিভিন্ন পেশার ব্যক্তিদের। যেখানে ছাত্র প্রতিনিধি, ক্রীড়ালেখক, ব্লগার, ইউনেস্কোর প্রতিনিধিও আছেন। তবে যাদের নিয়ে লিগ হয়ে থাকে, সেই ক্লাব প্রতিনিধি সেভাবে কমই আছেন। ৯ সদস্যের কমিটিতে সদস্য হিসেবে আছেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ, জেষ্ঠ্য ক্রীড়ালেখক ও ক্রীড়া বিশ্লেষক ইকরামউজ্জমান চৌধুরী, ফর্টিস স্পোর্টিং ক্লাবের সভাপতি ও ফর্টিস গ্রুপের পরিচালক শাহীন হাসান। চুয়াডাঙ্গা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, ৩০ নভেম্বর বাফুফের উপনির্বাচনে নির্বাহী সদস্য প্রার্থী এখলাস উদ্দিন, ফুটবল বিশ্লেষক ও ব্লগার মোহাম্মদ সেলিম, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের ফুটবল গ্রুপগুলোতে সেলিম সাদ হিসেবে পরিচিত। ইউনেস্কোর হেড অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিক এনগেজমেন্ট নুসরাত আমিন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মুনিম মুবাশশির। এদের নিয়ে পেশাদার ফুটবলকে আরো উঁচুতে নিয়ে যেতে চায় বাফুফে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত