ঢাকা ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

উত্তাল পাকিস্তান দেশে ফিরছে শ্রীলঙ্কা

উত্তাল পাকিস্তান দেশে ফিরছে শ্রীলঙ্কা

বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল পাকিস্তান। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পিটিআই সমর্থকরা তার মুক্তির দাবিতে আন্দোলন করছে। পিটিআই সমর্থকদের বিক্ষোভে উত্তাল ইসলামাবাদ। এমন পরিস্থিতিতে স্থগিত করা হয়েছে পাকিস্তান শাহিনসের বিপক্ষে শ্রীলঙ্কা ‘এ’ দলের সিরিজ। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলছিল পাকিস্তান শাহিনস। দুই দলের সিরিজের প্রথম ম্যাচটি নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে।

তবে দ্বিতীয় ম্যাচের আগেই ঘটে বিপত্তি। গত মঙ্গলবার দুই দলের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে ম্যাচটি স্থগিত করে পিসিবি। পিসিবির দেয়া বিবৃতিতে বলা হয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেই দুই দলের সিরিজের বাকি দুই ম্যাচ স্থগিত করা হয়েছে। এদিকে ক্রিকেটারদের নিরাপত্তার কথা বিবেচনা করে ‘এ’ দলকে দেশে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ২০০৮ সালে লাহোরে শ্রীলঙ্কার জাতীয় ক্রিকেট দলের টিমবাসে জঙ্গি হামলার কারণে এক দশক পাকিস্তানে কোনো আন্তর্জাতিক সিরিজ হয়নি। এদিকে আগামী বছরের শুরুতেই পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হওয়ার কথা। তবে নিরাপত্তার অযুহাতে দেশটিতে গিয়ে খেলতে রাজি নয় ভারত। এবার সিরিজ স্থগিত হওয়ার ঘটনা পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার পথে বাধা হয়ে দাহড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত