ঢাকা ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

রবিনহোর আবেগঘন বার্তা

রবিনহোর আবেগঘন বার্তা

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে গত এক যুগে অন্যতম সেরা ফুটবলার ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দ্য সিলভা রবিনহো। বসুন্ধরা কিংসের হয়ে পায়ের জাদুতে সবাইকে মোহিত করেছেন। তার ওপর ভর করে কিংসও একের পর এক শিরোপা জিতেছে। দুর্ভাগ্যবশত ২৯ বছর বয়সী ফরোয়ার্ডকে এই মৌসুমে আর দেখা যাচ্ছে না। কিংসের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে। নভেম্বর মাস পর্যন্ত চুক্তির শেষ সময়। দিন কয়েক বাকি থাকতেই রবিনহো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে কিংসকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন। সেখানে ম্যানেজমেন্টকে দোষারোপ করার পাশাপাশি আট মাসের বেতন বাকির প্রসঙ্গও উঠে এসেছে। কিংসের হয়ে প্রায় চার বছরে ৭৫ গোল করা রবিনহো লিখেন, ‘কিংসের সঙ্গে আমার চুক্তি শেষ হয়ে আসছে। সব ভক্ত, খেলোয়াড় ও কোচিং স্টাফদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই, যাদের সঙ্গে কাজ করে আমি সম্মানিতবোধ করেছি। একসঙ্গে আমরা ইতিহাস তৈরি করেছিলাম। বেশ কয়েকটি শিরোপা জিতেছি, দলের অধিনায়ক হওয়ার ও ১০ নম্বর জার্সি পরার সৌভাগ্য হয়েছিল আমার। বাংলাদেশকে বড় মঞ্চে নিয়ে যাওয়ার সুযোগও হয়েছে, বিশেষ করে এএফসি কাপ ও এ্ফসি চ্যাম্পিয়নস লিগে। বাংলাদেশে আমার শেষটা সুখের ও সুন্দর উপায়ে করতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে নিজেকে বিলিয়ে দেয়া একজনের প্রতি ক্লাবের ম্যানেজমেন্ট যে অসম্মান প্রদর্শন করেছে তা বর্ণনাতীত।’ তিনি যোগ করেন, ‘ম্যানেজমেন্টের মধ্যে এমন কিছু লোক আছে যাদের মনে শুধু ব্যক্তিগত আকাঙ্ক্ষা, এটা শুধু খেলোয়াড় নয়, ক্লাবকেও ক্ষতিগ্রস্ত করছে। আমি আমার ভক্তদের পরিষ্কার করে জানাতে চাই আমরা দুই পক্ষের মধ্যে ন্যায্য চুক্তির চেষ্টা করেছিলাম। কিন্তু ক্লাব কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি। এ কারণে আমি আট মাসের বেতন ছাড়াই এই চক্র শেষ করতে যাচ্ছি। তবে কিংস ও বাংলাদেশের জনগণকে তাদের উষ্ণ অভ্যর্থনা ও অবিস্মরণীয় মুহূর্তের জন্য আমি ধন্যবাদ দিতে চাই। আপনাদের সঙ্গে শিগগিরই দেখা হবে এবং শুভকামনা রইলো।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত