ঢাকা ১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সুখবর পেলেন তাসকিন-জাকের

সুখবর পেলেন তাসকিন-জাকের

অ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশ। তবে দল হারলেও ব্যক্তিগতভাবে ভালো পারফর্ম করেছেন তাসকিন আহমেদ। টেস্ট ক্যারিয়ারে প্রথমবার নেন পাঁচ উইকেট। যার প্রতিফলক পড়ল র‍্যাংকিংয়ে । এই সংস্করণের বোলারদের তালিকায় বড় লাফ দিলেন বাংলাদেশে অভিজ্ঞ পেসার। পুরুষ ক্রিকেটারদের গতকাল বুধবার প্রকাশিত র‍্যাংকিংয়ের হালনাগাদে ১৬ ধাপ এগিয়েছেন তাসকিন। আর টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে ২৪ ধাপ উন্নতি করেছেন জাকের আলি। অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে সেরা তিনে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ২০১ রানে হেরে যাওয়া অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় ইনিংসে দুর্দান্ত বোলিং উপহার দেন তাসকিন। ৬৪ রানে ৬ উইকেট নেন ডানহাতি এই পেসার। ১৬তম টেস্টের ক্যারিয়ারে ৩ বার চার উইকেট পাওয়ার পর অবশেষে পান পাঁচ উইকেটের স্বাদ। ম্যাচের প্রথম ইনিংসে দুই শিকার ধরেন তাসকিন। এই পারফরম্যান্সে বোলারদের র‍্যাংকিংয়ে উন্নতি করে এখন ৫১তম স্থানে তাসকিন। টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশের বোলারদের মধ্যে সবার ওপরে তাইজুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত