ঢাকা ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

ওয়ান্ডারার্সকে উড়িয়ে শুরু মোহামেডানের

ওয়ান্ডারার্সকে উড়িয়ে শুরু মোহামেডানের

দেশের অন্যতম প্রাচীন এবং সফল ক্লাব ঢাকা ওয়ান্ডারার্স। স্বাধীনতার আগে সাতটি ঘরোয়া প্রথম বিভাগের শিরোপা জিতেছিল তারা। তবে দেশ স্বাধীন হওয়ার পর ক্রমেই দুর্বল হয় এক সময়ের ঐতিহ্যবাহি ক্লাবটি। প্রথমবার পেশাদার যুগে প্রবেশ করে লজ্জা পেতে হয়েছে তাদের। ঐতিহ্যবাহী মোহামেডানের সামনে দাঁড়াতেই পারেনি। বিধ্বস্ত হতে হয়েছে। লিগে নবাগত ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে সাদা কালোরা। মোহামেডানের হয়ে সোলেমান দিয়াবাতে জোড়া গোল করেছেন। ১টি করে গোল করেছেন ইম্যানুয়েল সানডে, বোয়েটাং, বাল্লু ও সৌরভ।

দেশের ফুটবলে একটি ইতিহাস ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। ১৯৫০-৬০ সাল পর্যন্ত এক দশকে ঢাকার ফুটবলে সাতবার প্রথম বিভাগ লিগে পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। স্বাধীনতার পর যেন হারিয়েই গিয়েছিল মতিঝিল পাড়ার এই ক্লাবটি। নব্বয়েই দশকে দ্বিতীয় বিভাগে নেমে যায় এবং বিশাল সমর্থকগোষ্ঠী হারায় ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি। ১৯৮৭ সালে ফেডারেশন কাপের ফাইনালে মোহামেডানের কাছে হেরে তারা রানার্স-আপ হয়। সাদা কালোদের সঙ্গে তাদের প্রতিদ্বন্দ্বিতাকে বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম ঘরোয়া ক্লাব প্রতিদ্বন্দ্বিতা হিসাবে হিসেবে দেখা হত। সেই মোহামেডানের কাছে ফের হার দিয়ে শীর্ষ লিগ শুরু করেছে ঢাকা ওয়ান্ডারার্স। ১৯৯৬ সালে দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে ফের নিজেদের উপস্থিতি জানান দেয় ওয়ান্ডারার্স। ওই বছর রানার্সআপ হয়ে প্রথম বিভাগে জায়গা করে নেয়। ২০১৮-১৯ সালে সিনিয়র বিভাগ ফুটবলে রানার্সআপ হয়ে চ্যাম্পিয়নশিপ লিগে উঠে। গত বছর পেশাদার লিগের দ্বিতীয় স্তরের এই লিগে রানার্সআপ হয়ে প্রথমবারের মতো শীর্ষ লিগে জায়গা করে নেয় ঢাকা ওয়ান্ডারার্স।

গতকাল শুক্রবার গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামের অভিষেক হলো প্রিমিয়ার লিগে ম্যাচ দিয়ে। তবে মাঠের বিভিন্ন জায়গা ন্যাড়া মনে হয়েছে। ঘাস ছিল না বললেই চলে। এই অবস্থায় মোহামেডান জাদু দেখিয়েছে। সাদা-কালোরা বিদেশি নিয়ে খেললেও ওয়ান্ডারার্স শুধুই স্থানীয়দের নিয়ে একাদশ গড়েছিল।

ফলে বিদেশিদের গোলের তোড়েই উড়ে গেছে তারা। মোহামেডানের অধিনায়ক মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে একই দুই গোল করেন। এ ছাড়া দুই বিদেশি নাইজেরিয়ান এমানুয়েল সানডে ও ঘানার বুয়েটং আর্নেস্ট এবং স্থানীয় ফুটবলার রাকিবুল ইসলাম ও সৌরভ দেওয়ান একটি করে গোল করেন।

এদিকে দিনের অন্য ম্যাচে মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ২-১ গোলে পুলিশ এফসিকে হারিয়েছে। ব্রাদার্স ২৩ মিনিটে প্রথম গোলের দেখা পায়। মুস্তাফার পাসে গাম্বিয়ার ফরোয়ার্ড ম্যাডি সিসে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল বক্সে ঢুকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে উঁচু করে জাল কাঁপান। ৪৪ মিনিটে পুলিশ এফসি ম্যাচে সমতায় ফিরে। আরিফুর রহমানের কর্নারে মানিক হোসেন মোল্লা হেডে দ্বিতীয় পোস্ট দিয়ে জড়িয়ে দেন জালে। ব্রাদার্স ইউনিয়ন ব্যবধান দ্বিগুণ করে ৬২ মিনিটে। গাম্বিয়ান জাকারিয়া দারবোর ফিনিশিংয়ে লিড পায় কমলা জার্সিধারীরা। বাকি সময়ে আর কোনো দলই গোল পায়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত