ঢাকা ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতা সমাপ্ত

আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতা সমাপ্ত

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে আন্তঃবাহিনী ভলিবল প্রতিযোগিতা-২০২৪। ঢাকাস্থ কুর্মিটোলা বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির ভলিবল মাঠে অনুষ্ঠিত হয় পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতা। চূড়ান্ত খেলায় বাংলাদেশ নৌবাহিনী দল ৩-২ সেটে বাংলাদেশ সেনাবাহিনী দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশ নৌবাহিনী দলের পেটি অফিসার শেখ ইসমাইল হোসেন প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য সেরা খেলোয়াড় বিবেচিত হন। খেলা শেষে গত বৃহস্পতিবার বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন বিমান বাহিনীর সহকারী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ, ওএসপি, বিপিপি, এনডিইউ, এওডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অন্যান্য পদবীর সদস্যরা উপস্থিত ছিলেন। গত রোববার সহকারী নৌবাহিনী প্রধান (লজিস্টিকস) রিয়ার এডমিরাল মো. জহির উদ্দিন, এনবিপি, এনইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রতিযোগিতার উদ্বোধন করেন। উল্লেখ্য যে, এই প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী দল অংশগ্রহণ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত