ঢাকা ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মালয়েশিয়া গেলো বধির ক্রীড়া দল

মালয়েশিয়া গেলো বধির ক্রীড়া দল

এশিয়ান প্যাসিফিক ডিফ গেমসে খেলতে গতকাল শনিবার মালয়েশিয়া গেলেন বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের তিন খেলোয়াড়। ১-৮ ডিসেম্বর কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে নয়টি ইভেন্টের এই গেমস। ইভেন্টগুলো হলো- ফুটবল, ব্যাডমিন্টন, দাবা, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, জুডো, কুস্তি, অ্যাথলেটিক্স ও ফেন্সিং। বাংলাদেশ খেলবে দাবা ও ব্যাডমিন্টন। মো. রাশেদ জনি ব্যাডমিন্টন এককে এবং ওহিদুল ইসলাম ও মোহাম্মদ আমিনুল ইসলাম খেলবেন দাবার একক ইভেন্টে। কথা বলতে না পারলেও কাগজে লিখে দলের ম্যানেজার ও বধির ক্রীড়া ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী কামরুল হাসান জানান, ‘গেমসে ব্যাডমিন্টন নিয়ে তেমন প্রত্যাশা না থাকলেও দাবায় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি আমরা।’ সহ-সভাপতি মোহাম্মদ খায়রুল বাশারের কথা, ‘এই গেমসের আগে আমরা ১৫-২৯ নভেম্বর খেলোয়াড় বাছাই করেছি। উত্তরায় ব্যাডমিন্টন ও বধির ক্রীড়া ফেডারেশনে দাবা খেলোয়াড় বাছাই করে চূড়ান্ত নির্বাচন করা হয়েছে। গেমসে অংশ নেয়া দেশগুলো হলো- আফগানিস্তান, জাপান, মঙ্গোলিয়া, কাজাখস্তান, ওমান, চীন, কিরগিজস্তান, তাজিকিস্তান, হংকং, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সৌদি আরব, চাইনিজ তাইপে, ভারত, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ম্যাকাও, উজবেকিস্তান, ইরাক, মালয়েশিয়া, ইয়েমেন ও বাংলাদেশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত