স্বাধীনতার পর এমন দুঃসময় খুব কমই পার করেছে আবাহনী। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আবাহনী ক্লাবে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় ক্লাব ভবনে, লুট করে নিয়ে যাওয়া হয় ৫২ বছরের অর্জিত সাফল্যের সব ট্রফি। পরিবর্তিত এই পরিস্থিতিতে দল হিসেবে আবাহনীর মাঠে থাকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে ফুটবলের চলতি দলবদলে অংশ নিয়েছে ঠিকই আবাহনী। কিন্তু বিদেশি ছাড়াই খেলছে। শেষ কবে আবাহনী বিদেশি খেলোয়াড় ছাড়া লিগ খেলেছে তা বলা কঠিন। এমন পরিস্থিতিতে স্থানীয়দের নিয়ে দলটা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে কেমন করে সেটা দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। প্রথম ম্যাচে অবশ্য ভালোভাবেই উৎরে গেছে। ইয়ংমেন্স ফকিরেরপুলকে ২-০ গোলে হারিয়ে লিগে ভালো শুরু হলো আবাহনী। ১টি করে গোল করেছেন এনামুল গাজী ও জাফর ইকবাল। গতকাল শনিবার গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আবাহনীর সঙ্গে সমানে পাল্লা দিয়ে খেলার চেষ্টা করেছে ইয়ংমেন্স ফকিরেরপুল। বিদেশি ফুটবলার নিয়ে একাধিকবার আক্রমণে গেলেও গোল পায়নি। প্রথমার্ধে গোল পায়নি কেউ। বিরতির পর দুটি গোল হয়েছে। ৭১ মিনিটে প্রথম গোল পায় আবাহনী। কামরুল ইসলামের পাসে বক্সে ঢুকে এনামুল গাজী করেন ১-০। আবাহনী ব্যবধান দ্বিগুণ করেছে শেষ দিকে। তাদের একজনকে ট্যাকল করতে গিয়ে ফেলে দিয়েছিলেন ইয়ংমেন্সের ডিফেন্ডার। রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে সময় নেননি। জাফর ইকবাল গোলকিপারের ডান দিক দিয়ে সহজেই জাল খুঁজে নিয়েছেন। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে রহমতগঞ্জ ৩-১ গোলে ফর্টিস এফসিকে হারিয়েছে। মাহমুদ ওশি, তাজ উদ্দিন ও ফেলিক্স তেতে করেন গোলটি। যদিও মঞ্জুরুর রহমান মানিক একটি গোল শোধ করেন ফর্টিসের হয়ে।