কাবাডির সোহাগের বিরুদ্ধে তদন্ত কমিটি

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

কাবাডি ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণার পর থেকেই সাধারণ সম্পাদক মনোনীত এসএম নেওয়াজ সোহাগকে নিয়ে সমালোচনার ঝড় বইছে ক্রীড়াঙ্গনে। নানা অভিযোগে মানববন্ধনও হয়েছে।

এবার টনক নড়েছে জাতীয় ক্রীড়া পরিষদের। গতকাল বুধবার সোহাগের দুর্নীতির অভিযোগে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ক্রীড়াঙ্গনের অভিবাবক এই সংস্থাটি। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মো. শামসুল আলমের সইকরা চিঠিতে বলা হয়েছে, ‘বিতর্কিত অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগের দুর্নীতির পরিপূর্ণ আইনি তদন্ত করার জন্য পরিচালক (অর্থ) কে (সাইদুর রশিদ) তদন্ত কর্মকর্তা নিয়োগ দেয়া হলো। ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’ এদিকে কাবাডি ফেডারেশনে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক সভাপতি মনোনীত হন। বিগত সময়ের রীতি বহাল রেখে জাতীয় ক্রীড়া পরিষদ অ্যাডহক কমিটিতে মো. ময়নুল ইসলামকে সভাপতি মনোনীত করেছিল। কাল জাতীয় ক্রীড়া পরিষদ সচিব এক প্রজ্ঞাপনে নতুন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলমকে কাবাডি ফেডারেশনের সভাপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।