প্রথমবার বাবা হলেন মোস্তাফিজ

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

প্রথমবারের মতো পিতৃত্বের স্বাদ পেলেন মোস্তাফিজুর রহমান। জাতীয় দলের এ পেসারের ঘর আলো করে এলো পুত্র সন্তান। গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে বাবা হবার খবর জানান কাটার মাস্টার। তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! মহান আল্লাহর অশেষ রহমতে আজ আমরা একটি ছেলে সন্তান লাভ করেছি। বাচ্চা এবং মা দুজনেই সুস্থ আছেন। তাদের প্রার্থনায় রাখুন।’

সন্তানম্ভবা স্ত্রীর পাশে থাকতে মোস্তাফিজ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন। এদিন ভোরে আসল ক্যারিবিয়দের বিপক্ষে অবিস্বরণীয় জয়ের খবর। বিকেলেই মিলল আরেক সুখবর। প্রথম সন্তানের বাবা হয়েছেন তারকা ক্রিকেটার।

২০১৯ সালের ২৩ মার্চ সাতক্ষীরার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুকে বিয়ে করেন মোস্তাফিজ। শিমু সম্পর্কে তার মামাতো বোন। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছুটি নিয়ে অনেকটাই নিজেকে আড়াল করে নিয়েছিলেন মোস্তাফিজ। সময় দিচ্ছিলেন পরিবারকে। ২৯ বছর বয়সী এই পেসার আফগানিস্তান সিরিজে ৩ ম্যাচে ৮ উইকেট নিয়ে আলো ছড়িয়েছিলেন।