ওয়ার্নার-মোস্তাফিজে চোখ পিএসএলের
প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

অবশেষে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শিগগিরই ড্রাফটে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের নামের তালিকা চূড়ান্ত করবে। খবর ক্রিকেট পাকিস্তান। পিএসএল সাধারণত ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হলেও এবার তা এপ্রিল-মে মাসে হবে। চ্যাম্পিয়নস ট্রফির কারণে এক মাস পিছিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। একই সময়ে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। ফলে আইপিএলে খেলা তারকাদের পিএসএলে পাওয়া যাবে না।
পিএসএলের দলগুলো এবার আইপিএলে অবিক্রীত থাকা তারকা খেলোয়াড়দের প্রতি বিশেষ নজর দিচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলো এরই মধ্যে পিসিবিকে অনুরোধ করেছে, আইপিএলে দল না পাওয়া খেলোয়াড়দের ড্রাফটে অন্তর্ভুক্ত করতে এবং প্রয়োজনে সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ডগুলোর সঙ্গে আলোচনা করতে। এবারের আইপিএলে ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, মুস্তাফিজুর রহমান, জনি বেয়ারস্টো, সিকান্দার রাজা এবং সাকিব আল হাসানের মতো তারকারা দল পাননি। তাই পিএসএলে তাদের খেলার সম্ভাবনা নিয়ে আশাবাদী অনেকেই। পিসিবি চাইছে, ভবিষ্যতে পিএসএলের প্রতিটি আসর আইপিএলের সময় আয়োজন করতে। এতে দুটি লিগে ভিন্ন খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত হবে এবং পিএসএল আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে।
আগামী ১১ জানুয়ারি অনুষ্ঠেয় ড্রাফটকে ঘিরে বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে পিসিবি। পিএসএলকে আইপিএলের সমপর্যায়ের একটি জনপ্রিয় লিগে পরিণত করতে তারা মরিয়া। ফলে আইপিএলের অবিক্রীত তারকাদের যুক্ত করে পিএসএলের আকর্ষণ বৃদ্ধি করতে চাইছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
