সাজছে শেরে বাংলা স্টেডিয়াম
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
১৯৮০ সালে ফুটবলের জন্য নির্মিত হয়েছিল মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। দুই যুগ পর স্টেডিয়ামটির বরাদ্দ পায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০০৬ সালের ৮ ডিসেম্বর বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে যাত্রা করে এ স্টেডিয়াম। তারপর থেকে অসখ্য রেকর্ডের সাক্ষী হয়েছে শেরে বাংলা স্টেডিয়াম। বিভিন্ন বৈশ্বিক টুর্নামেন্ট সামনে রেখে অনেকবার সংস্কার হয়েছে ভেন্যুটি। ২৫ হাজার ধারণ ক্ষমতার ‘হোম অব ক্রিকেট’ নতুন করে আবারো সাজছে। উপলক্ষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর মাত্র ১৭ দিন পর মাঠে গড়াবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। তার আগেই মিরপুরের হোম অব ক্রিকেটকে নতুন রূপে সাজাচ্ছে বিসিবি। স্টেডিয়ামের পানি নিষ্কাশন ব্যবস্থাকে আরো উন্নত করতে সংস্কার কাজে হাত দিয়েছে বিসিবি। এ ছাড়াও স্টেডিয়ামের দেয়ালের প্লাস্টারগুলো নতুন করে করেছেন তিনি। এদিকে বিপিএলের প্রতি আসরেই স্টেডিয়ামের ভাঙা চেয়ার নিয়ে অভিযোগ তুলে আসছে দর্শকরা। তাই এবার বিপিএলকে সামনে রেখে বসানো হয়েছে নতুন চেয়ার। আর দর্শকদের সুবিধার জন্য ওয়াশরুমগুলো মানসম্মত করতে উদ্যোগ নিয়েছে বিসিবি। এ ছাড়াও বিসিবির একাডেমি মাঠেও বেশ কিছু জিনিস পরিবর্তন করেছে বিসিবি। নতুন গ্রিল থেকে শুরু করে ব্যাটিংদের সুবিধার জন্য বাড়ানো হয়েছে অনুশীলন পিচ। এবারের বিপিএলের সাতটি দল হলো ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস, দুর্বার রাজশাহী, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স।
