
কুঁচকির চোটে জাতীয় দলে নেই তাওহীদ হৃদয়। প্রায় দেড় মাস ধরে ক্রিকেটের বাইরে এই ব্যাটার। তাকে নিয়ে এবার সুখবর মিলেছে। আগামীকাল মঙ্গলবার জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন হৃদয়। বিসিবি সূত্রে জানা গেছে, ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন হৃদয়। জাতীয় লিগের টি-টোয়েন্টি সংস্করণে রাজশাহীর হয়ে খেলতে সিলেট যাচ্ছেন তিনি। আগামীকাল মঙ্গলবার সিলেট একাডেমি মাঠে বেলা একটায় শুরু হবে রাজশাহী-চট্টগ্রামের মধ্যকার ম্যাচ। লাল বলের এনসিএলে অনুশীলনের সময় ফুটবল খেলতে গিয়ে কুঁচকির চোটে পড়েছিলেন হৃদয়। এই কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি কোনো সিরিজই খেলা হয়নি তার। চলতি বছরের ১১ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ খেলেছেন।