নৌবাহিনী জিতেছে

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বিজয় দিবস হকিতে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল সোমবার পেনাল্টি কর্ণার মাস্টার মো. আশরাফুল ইসলামের হ্যাটট্রিকসহ পাঁচ গোলের সুবাদে বিকেএসপিকে ৮-২ গোলে হারিয়েছে তারা। আশরাফুল ইসলাম স্কুপ, প্লেসিংয়ের সম্বন্বয়ে থেকে পাঁচটি গোল করে নীল টার্ফে ছোটান আগুনের ফুলকি।

এক, ১০, ২৬, ২৭ ও ৪১ মিনিটে গোলগুলো করেন তিনি। বাকি তিনটি গোল করেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি, ফজলে হোসেন রাবি এবং মাহবুব হোসেন। এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকসুদ জাহেদী টুর্নামেন্টের উদ্বোধন করেন।

বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়জুল হাসান ও জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামসহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।