বিজয় দিবস তায়কোয়ান্দো

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

জেলা, বিভাগ ও সার্ভিসেস দলের প্রায় ৪০০ তায়কোয়ান্দোকার অংশগ্রহণে আজ অনুষ্ঠিত হবে বিজয় দিবস তায়কোয়ান্দোর খেলা। জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে দিনব্যাপী প্রতিযোগিতায় ২৫০ জন পুরুষ ও ১৫০ জন মেয়ে তায়কোয়ান্দোকা অংশ নেনে। বেলা তিনটায় খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সেনাবাহিনীর সাবেক শিক্ষা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সুবহানী। এ সময় ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত থাকবেন।