বিজয় দিবস কাবাডি

নৌবাহিনী ও পুলিশ চ্যাম্পিয়ন

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বিজয় দিবস কাবাডির পুরুষ বিভাগে নৌবাহিনী ও মেয়েদের বিভাগে পুলিশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল মঙ্গলবার শহিদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষ বিভাগের ফাইনালে নৌবাহিনী ৩৮-৩৮ পয়েন্টে বিমান বাহিনীকে হারিয়ে শিরোপা জিতে নেয়। আঘাত পেয়ে প্রথমার্ধের শেষ দিকে ম্যাচ থেকে ছিটকে পড়েন বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ খেলোয়াড় দীপায়ন। এর ফলে শক্তিতে কিছুটা ভাটা পড়ে বিমানের। টানা তিন খেলায় ম্যাচ সেরা হয়েছিলেন দীপায়ন। ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হন নৌবাহিনীর তুহিন তরফদার। টুর্নামেন্টের সেরা রেইডার বিমান বাহিনীর মিজান আহমেদ। সেরা ক্যাচার নৌবাহিনীর নাসির উদ্দিন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন বিমান বাহিনীর দীপায়ন। এদিকে মেয়েদের ফাইনালে আনসারকে ২৬-১৬ পয়েন্টে হারিয়ে শিরোপা জিতে নেয় পুলিশ। ম্যাচের সেরা খেলোয়াড় পুলিশের ইসরাত জাহান। টুর্নামেন্টের সেরা রেইডার পুলিশের নবর্শি চাকমা। সেরা ক্যাচার আনসারের স্মৃতি খাতুন। আর সেরা খেলোয়াড় হয়েছেন পুলিশের শ্রাবণী মল্লিক। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাহারুল আলম। এ সময় ফেডারেশনের সহ-সভাপতি আইজিপি প্রিজন প্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, সহ-সভাপতি হাফিজুর রহমান খান, সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান ও সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ উপস্থিত ছিলেন।