ঢাকা ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

রহমতগঞ্জকে হারিয়ে মোহামেডানের প্রতিশোধ

রহমতগঞ্জকে হারিয়ে মোহামেডানের প্রতিশোধ

এবারের মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে আলাদা টুর্নামেন্টে ভিন্ন রুপে দেখা যাচ্ছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য গতিতে ছুটলেও ফেডারেশন কাপে খেই হারিয়ে ফেলছে সাদা কালোরা। টুর্নামেন্ট বদলাতেই দুই রুপে ধরা দিচ্ছে ঐতিহ্যবাহি দলটির খেলোয়াড়রা। ফেডারেশন কাপে গ্রুপ পর্ব থেকে বিদায় ঘণ্টা বাজলেও প্রিমিয়ার লিগে দুর্বার মোহামেডান। সেটা আরো একবার প্রমাণিত হল। অথচ পেশাদার ফুটবল লিগ শুরুর পর থেকে একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি মোহামেডান। তাহলে কি ১৭ বছরের অপেক্ষার অবসান হতে যাচ্ছে? লিগের মাঝপথও হয়নি এখনো। তাই এত তাড়াতাড়ি বলা যাচ্ছে না মোহামেডান পেতে যাচ্ছে প্রিমিয়ার লিগের শিরোপা। তবে এটা নিশ্চিত এবারের মৌসুমে প্রিমিয়ার লিগে যেভাবে ধারাবাহিকভাবে খেলছে সাদাকালো দলটি, তাতে শিরোপা জয়ের স্বপ্ন দেখতেই পারে। সেই স্বপ্নযাত্রার পথে আরো খানিকটা এগিয়ে গেল মোহামেডান। ফেডারেশন কাপে হারের পর জায়ান্ট কিলারখ্যাত রহমতগঞ্জের সঙ্গে তাদের ম্যাচ নিয়ে বেশ শংকায় ছিলেন সমর্থকরা। কিন্তু সব শংকা দূর করে লিগে টানা সাত জয় ছিনিয়ে নিয়েছে মোহামেডান। গতকাল শুক্রবার মুন্সিগঞ্জে অনুষ্ঠিত ম্যাচে পুরান ঢাকার ক্লাবটিকে ৩-১ গোলে হারিয়ে ফেডারেশন কাপের বদলা নিল সাদা কালোরা। গতকাল শুক্রবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে টেবিলের শীর্ষ দুই দল মোহামেডান ও রহমতগঞ্জের লড়াই ছিল। স্বাভাবিকভাবেই বেশ প্রতিদন্দ্বীতাপূর্ণ এক ম্যাচ দেখার প্রত্যাশা ছিল কুমিল্লার দর্শকদের। হয়েছেও তাই। তবে আলফাজ আহমেদের কৌশলের কাছে হার মানতে হয়েছে পুরানো ঢাকার দলটি। যদিও ম্যাচে প্রথমার্ধের প্রায় পুরোটাই মোহামেডানকে আটকে রেখেছিল রহমতগঞ্জ। তবে প্রথমার্ধের ইনজুরি সময় থেকে বাকি সময়টাই ছিল দারুণ রোমাঞ্চকর। ম্যাচের চারটি গোলই হয়েছে এই সময়ে। মোহামেডানের হয়ে রাজু আহমেদ, নাইজেরিয়ান এমানুয়েল সানডে এবং অধিনায়ক সুলেমান দিয়াবাতে একটি করে গোল করেন। রহমতগঞ্জের হয়ে এক গোল শোধ দেন আগের ম্যাচের ডাবল হ্যাটট্রিকম্যান ঘানার ফরোয়ার্ড স্যামুয়েল বোয়েটেং। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে রহমতগঞ্জ পেনাল্টি পেলেও তা কাজে লগাতে ব্যর্থ হন নাবীব নেওয়াজ জীবন। এই জয়ে সাত ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলো মোহামেডান। ১৫ পয়েন্ট নিয়ে পরের স্থানেই রয়েছে সমান ম্যাচ খেলা রহমতগঞ্জ।

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবকে ৪-১ গোলে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। গোপীবাগের দলটির হয়ে এলিটা কিংসলে, রহমত মিয়া, সাজ্জাদ হোসেন ও সেনেগালের মিডফিল্ডার শেক সেসে গোল চারটি করেন। ওয়ান্ডারার্সের হয়ে এক গোল শোধ দেন আবু সুফিয়ান।

এই জয়ে সাত ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ঢাকা আবাহনীকে পেছনে ফেলে তৃতীয়স্থানে উঠে এসেছে ব্রাদার্স। সমান ম্যাচে মাত্র চার পয়েন্ট নিয়ে অষ্টমস্থানে রয়েছে ঢাকা ওয়ান্ডারার্স। এদিকে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের আরেক ম্যাচে পুলিশকে ১-১ গোলে রুখে দিয়েছে দশজনের ফর্টিজ এফসি। মোর্শেদুল ইসলামের গোলে পুলিশ এগিয়ে থাকলেও ম্যাচের অন্তিম সময়ে পিয়াস আহমেদ নোভার গোলে হার এড়িয়ে ড্র করে ফর্টিজ। এই ড্রয়ে সাত ম্যাচে সাত পয়েন্ট নিয়ে ষষ্ঠস্থানে ফর্টিজ এফসি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোলগড়ে পরের স্থানেই পুলিশ। বসুন্ধরা কিংস ও ফকিরেরপুলের ম্যাচ শুরু হবে বিকাল সাড়ে পাঁচটায়। তাই ওই ম্যাচ ছাড়াই এই রিপোর্ট।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত