বাদ পড়ে সেঞ্চুরি হাঁকালেন লিটন
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

ওয়ানডেতে দীর্ঘদিন ধরে রানখরায় থাকা লিটন দাসের জায়গা হয়নি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দলে। এমন দুসংবাদ পাওয়ার দিনই ভিন্ন সংস্করণের ক্রিকেটে অসাধারণ এক ইনিংস খেললেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের হয়ে দুর্বার রাজশাহীর বিপক্ষে সেঞ্চুরি হাঁকালেন তিনি। গতকাল রোববার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাত্র ৪৪ বলে তিন অঙ্ক স্পর্শ করেন লিটন। ১৬তম ওভারে শফিউল ইসলামের বলে লং-অফ দিয়ে চার মেরে ব্যক্তিগত মাইলফলকে পৌঁছান তিনি। বিপিএলে তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেই এটি তার প্রথম সেঞ্চুরি। সব মিলিয়ে আগের ২২৬ টি-টোয়েন্টির ২২০ ইনিংসে লিটনের সর্বোচ্চ ছিল ৮৫ রান।
বিপিএলও ভালো কাটছিল না তার। ঢাকা ক্যাপিটালসের এই ব্যাটসম্যান চার ইনিংসে রান করেছেন যথাক্রমে, ৩১, ০, ২ ও ৯। পঞ্চম ম্যাচে সিলেটে তাকে বাদ দিতে বাধ্য হন কোচ খালেদ মাহমুদ সুজন। ‘বিশ্রাম’ বলে চালিয়ে দেয়া সেই বাদ হওয়ার পর লিটন ফিরে এসে ১০ জানুয়ারি ৭৩ রানের ইনিংস খেলেন। আজ খেললেন দুর্দান্ত এক ইনিংস।
যেই ইনিংস দিয়ে লিটন আবার মনে করিয়েছেন, ‘অ্যান্ড লিটন দাস ইজ পেইন্টিং আ মোনালিসা হিয়ার!’ শুরু থেকে সেঞ্চুরি তোলা পর্যন্ত একই ছন্দ, একই তাল লয়ে ইনিংস সাজিয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। পেসার শফিউল ইসলামকে দারুণ এক কভার ড্রাইভে পূর্ণ করেন সেঞ্চুরি। ২৪ বলে সেঞ্চুরি তুলতে হাঁকিয়েছিলেন ৫ চার ও ৩ ছক্কা। পরের পঞ্চাশ রান করতে খেলেন মাত্র ২০ বল। সব মিলিয়ে চার ছক্কা যথাক্রমে ৮টি ও ৭টি। উইকেটের চারিপাশে দারুণ সব শটে নিজের প্রথম সেঞ্চুরি রাঙিয়েছেন লিটন। বিপিএলে এটি তৃতীয় সেঞ্চুরি। এর আগে সেঞ্চুরি পেয়েছেন উসমান খান ও থিসারা পেরেরা। লিটনের ব্যাটে ভর করে বাংলাদেশি ক্রিকেটারদের নাম উঠল একই তালিকায়।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরি পারভেজ হোসেন ইমনের। ২০২০ সালে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের হয়ে ৪২ বলে সেঞ্চুরি করেছেন পারভেজ।
