বিকেএসপিতে নেইমারের বন্ধু

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

বিশ্ব ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় নেইমার। দীর্ঘদিন ধরে এই ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে কাজ করে আসছেন বাংলাদেশি বংশদ্ভূত রবিন মিয়া। দু’জনের মধ্যে গড়ে উঠেছে বন্ধুত্ব। গতকাল বুধবার বিকেএসপিতে এসেছিলেন নেইমারের বন্ধু রবিন। তার উপস্থিতিতে বিকেএসপির ফুটবল বিভাগের খেলোয়াড়রা অনুপ্রানিত হন। বিকেএসপির খেলোয়াড়রা তার নিকট থেকে নেইমারের প্রশিক্ষণ পদ্ধতি ও প্রাত্যহিক লাইফ স্টাইল সম্পর্কে জানতে পারেন। রবিন মিয়া নেইমারের ক্লাবে ও ব্রাজিলের অন্যান্য ক্লাবেও বিকেএসপির খেলোয়াড়দের প্রশিক্ষণের সুযোগ করে দেয়ার বিষয়ে সচেষ্ট থাকবেন বলে জানান। রবিন মিয়া বিকেএসপির ফুটবল বিভাগকে সৌজন্য উপহার হিসেবে উন্নতমানের কিছু ফুটবল প্রদান করেন।

এর আগে রবিন মিয়া বিকেএসপি ও সেনা বাহিনীর নারী ফুটবল দলের মধ্যকার প্রীতি ম্যাচ উপভোগ করেন। বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. মাবুদ হাসান, ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান হাসান ও ফুটবল বিভাগের প্রশিক্ষকগণ এ সময় তার সঙ্গে ছিলেন।