কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে নিজের এবং দেশের অপূর্ণতা ঘুচিয়েছেন লিওনেল মেসি। ভক্ত-সমর্থকদেরও এখন আর ফুটবল জাদুকরের কাছে কিছু চাওয়ার নেই। তবুও মেসি বশ্বকাপ জেতার পর থেকেই একটি প্রশ্নই বারবার সামনে এসেছে। আর তা হলো, আলবিসেলেস্তেদের এই অধিনায়ক ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না। পরবর্তী বিশ্বকাপে খেলবেন কি না তা নিয়ে বেশ কয়েকবারই মুখ খুলেছেন মেসি। তবে ফুটবল জাদুকর কখনোই নিশ্চিত করে কিছুই বলেননি। আগামী বিশ্বকাপে তার খেলার বিষয়টি তিনি বরাবরই সময়ের হাতেই ছেড়ে দিয়েছেন। এদিকে মেসি আর্জেন্টিনার জার্সিতে আরো একটি বিশ্বকাপ খেলবেন কি না তা নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনিকেও। সম্প্রতি এক সাক্ষাৎকারেও স্কালোনিকে এমন প্রশ্নের উত্তর দিতে হয়েছে। ২০২৬ বিশ্বকাপে মেসির খেলার ব্যাপারে স্কালোনি বলেন, ‘প্রথম কথা হলো, সে (মেসি) এবং তার সতীর্থরা জানে এখনো যথেষ্ট সময় আছে হাতে। সে এবং বাকিরাও বিশ্বকাপে খেলতে আগ্রহী। ব্যাপারটি কোন দিকে গড়ায়, তা দেখতে আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের ভাবনাটা সে জানে এবং আমাদের মধ্যে সেই সবচেয়ে বুদ্ধিমান।’
পরবর্তী বিশ্বকাপে মেসি খেলুন কিংবা না খেলুন, সে সিদ্ধান্ত তিনিই নিবেন জানিয়ে স্কালোনি আরো বলেন, ‘সে যেন সুখী থাকে, সেটাই আমার একমাত্র চাওয়া। সে এবং অন্য কারো ওপরই নয়। সে নিজের ভবিষ্যৎ নিয়ে কী করবে, সে বিষয়ে আমরা বলার কেউ না।’