ঢাকা ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

‘আমার ছেলেও এমবাপ্পেকে পছন্দ করে’

‘আমার ছেলেও এমবাপ্পেকে পছন্দ করে’

আক্রমণভাগে প্রতিভাবান সব ফরোয়ার্ডের ভীড়েও রিয়াল মাদ্রিদের গোলের মূল ভার কিলিয়ান এমবাপ্পের কাঁধে। কিন্তু তিনি তো সত্িযকারের ‘নাম্বার নাইন’ নন। তাই তাকে গতানুগতিক স্ট্রাইকারের মতো খেলতে মানা করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা বললেন, তিনি যেভাবে খেলেছিলেন, এমবাপেও যেন রেয়ালে ঠিক সেভাবেই খেলে। এল চিরিনগিতো টিভিতে এদু আগিরের সঙ্গে আলাপচারিতায় রিয়াল, এমবাপ্পেসহ অনেক প্রসঙ্গেই কথা বলেন রোনালদো। সেখানে ফরাসি ফরোয়ার্ডকে আগলে রাখতে সমর্থকদের তাগিদ দেন তিনি। ‘তার যত্ন নাও। তার যত্ন নাও। আমি রিয়াল মাদ্রিদ ভক্তদের বলছি ছেলেটার যত্ন নাও। এমবাপ্পে খুব ভালো এবং রিয়াল মাদ্রিদের তাকে সাহায্য ও রক্ষা করতে হবে। আমার কোনো সন্দেহ নেই যে, সে রিয়াল মাদ্রিদ ভক্তদের জন্য অনেক আনন্দ বয়ে আনবে।’ সেই ছোট্ট বেলা থেকে রোনালদোর ভক্ত এমবাপ্পে। ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড নিজের আর্দশ মানের রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকেই। আগিরে সেই প্রসঙ্গ মনে করিয়ে দিলে রোনালদো বলেন, এমবাপ্পের প্রতি তার অনুরাগও কম নয়। ‘আমি তাকে খুবই ভালোবাসি। তার ছোট বেলায় যখন সে ক্রিস্টয়ানো রোনালদোকে খুব ভালোবাসত, সে তার আদর্শ ছিল- কেবল এই গল্পের জন্য নয়। তাকে আমি অসাধারণ একজন খেলোয়াড় হিসেবে দেখি এবং সে রিয়াল মাদ্রিদের জন্য অনেক খুশির উপলক্ষ বয়ে আনবে।’

সান্তিয়াগো বের্নাবেউ ছাড়ার পর ইউভেন্তুস ঘুরে এখন রোনালদো খেলছেন সৌদি প্রো লিগের দল আল নাসরে। এখনো কি রিয়ালের খেলা দেখেন তিনি? ‘সময়ে সময়ে আমি রিয়াল মাদ্রিদের খেলা দেখি। কারণ, আমার ছেলে মাতেও এমবাপ্পেকে খুব পছন্দ করে।’ পিএসজি ছেড়ে রিয়ালে এসে নতুন পজিশনে খেলতে হচ্ছে এমবাপ্পেকে। রোনালদোর মনে হচ্ছে না, স্ট্রাইকার তার জন্য সঠিক পজিশন। তবে যে কোনো চ্যালেঞ্জে তার উতরে যাওয়ার সামর্থ্য দেখেন পর্তুগাল অধিনায়ক। ‘আমার মতে, স্ট্রাইকারের পজিশন এমবাপ্পেকে কিছুটা ঝামেলায় ফেলে দিয়েছে কারণ সে জানে না স্ট্রাইকার হিসেবে কীভাবে খেলতে হয়। এমন নয় যে, সে জানে না, এটা স্রেফ তার জায়গা নয়।’ সহজাত পজিশন না হলেও এমবাপে যে স্ট্রাইকার হিসেবেও আলো ছড়াবেন, এ নিয়ে কোনো সংশয় নেই রোনালদো। নিজেকেই উদাহারণ হিসেবে তুলে ধরলেন তিনি। ‘আমি যদি এখনো রিয়াল মাদ্রিদে থাকতাম তাহলে তাকে শেখাতাম কীভাবে একজন নাম্বার নাইন হিসেবে খেলতে হয়। কারণ, আমি একজন স্ট্রাইকার ছিলাম না। স্ট্রাইকার হিসেবে খেলতে অভ্যস্ত হয়েছিলাম। মানুষ ভুলে গেছে আমি উইংয়ে খেলতাম।’ তিনি বলেন, ‘কিলিয়ানের একজন গতানুগতিক স্ট্রাইকার হওয়া উচিত হবে না। যদি আমি সে হতাম, তাহলে ক্রিস্টিয়ানো রোনালদো স্ট্রাইকার হিসেবে যেভাবে খেলেছে কমবেশি সেভাবেই খেলতাম।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত