তারুণ্যের উৎসবে মেয়েদের ক্রিকেট
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
তারুণ্যের উৎসবে টি-২০ ক্রিকেট আনন্দে মাতবে ঢাকার মেয়েরা। ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আজ বৃহস্পতিবার শুরু হওয়া দুই দিনব্যাপী এই উৎসবে মেয়েদের সঙ্গে যোগ দেবেন সাবেক জাতীয় ক্রিকেটার পান্না ও আইসিসির আম্পায়ার সাথিরা জাকির জেসি।
তারাই মূলত টুর্নামেন্টের উদ্বোধন করে মেয়েদের উদ্বুদ্ধ করবেন। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠেয় এই টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে চারটি দল অংশ নিচ্ছে।