সিডনিতে মুখোমুখি ইমরুল-হাথুরু

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

শেষের শুরুটা হয়ে গেছে ইমরুল কায়েসের। প্রথমশ্রেণির ক্রিকেটকে গত বছর বিদায় বলেছেন তিনি। সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। এবারের বিপিএলে ৩৮ বছরের এই ওপেনার খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন শুধু ৪ ম্যাচ। এর তিনটিতে আউট হয়েছেন দুই অঙ্কের রানের আগে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে শেন ওয়াটসনের সঙ্গে ক্রিকেট একাডেমি গড়াই এখন স্বপ্ন ইমরুলের। এরই মধ্যে ইমরুল পেয়েছেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব। দেশটিতে যাওয়া-আসার ওপর থাকেন বাংলাদেশের হয়ে ৩৯ টেস্ট, ৭৮ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি খেলা এই ওপেনার। বিপিএল শেষে আবারও সিডনি উড়ে গেছেন তিনি। সেখানেই গত বৃহস্পতিবার হঠাৎ দেখা হয়েছে বাংলাদেশের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে। গত বছর ভারত সফর শেষে বরখাস্ত হওয়া হাথুরুসিংহেও অস্ট্রেলিয়ার নাগরিক।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী শহর সিডনিতে থাকেন হাথুরু। সিডনিতে হাথুরুর সঙ্গে হঠাৎ দেখা হওয়ার পর তার সঙ্গে ছবি তুলে নিজের ফেইসবুক আইডিতে পোস্ট করেছেন ইমরুল। ক্যাপশনে লিখেছেন, ‘চেনা চেনা মনে হয় তবু অচেনা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ৫টি ইমোজি, যা মুহূর্তটাকে আরও মজার করে তুলেছে। বাংলাদেশের কোচের পদ হারানো হাথুরুর সঙ্গে কী কথা হলো ইমরুলের? তিনি জানালেন, ‘সাধারণ কথা বার্তা। দেশের পরিস্থিতি, আমরা কেমন আছি- এসবই।’ নিউ সাউথ ওয়েলসের রাজ্য ক্রিকেট সংস্থা এনএসডব্লিউয়ে কাজ করার আলোচনা চলছে হাথুরু। সেখানে অবশ্য ব্যক্তিগতভাবে (প্রাইভেট কোচ) এমনিতেই কাজ করান তিনি। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রচারণা হয়েছে বাংলাদেশি ব্যাট ‘এমকেএস’ এর। গত বছর অবসরের সময় হাথুরুর প্রশংসা করেছিলেন ইমরুল। বলেছিলেন, ‘হাথুরুসিংহের কাছ থেকে অনেক কিছু শিখেছি। কীভাবে খেলোয়াড়দের কোচিং করাতে হয়, টেকনিক্যালি, ট্যাকটিক্যালি এসব কাছ থেকে শিখেছি।’ কদিন আগে ব্রেট লির সঙ্গে ইমরুলের তোলা ছবি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রচারণা হয়েছে বাংলাদেশি ব্যাট ‘এমকেএস’ এরও।