জাতীয় অ্যাথলেটিকস
শেষ দিনে জোড়া রেকর্ড
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

জাতীয় অ্যাথলেটিকসের শেষ দিনে জোড়া রেকর্ড হয়েছে। পোল ভল্টে তৃতীয় চেষ্টায় প্রথম স্বর্ণপদকেই রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনবাহিনীর সৌরভ মিয়া। পোলে লাফিয়ে উচ্চতা অতিক্রম করেছেন ৪ দশমিক ৫০ মিটার। আগের রেকর্ডটি ছিল হুমায়ুন কবিরের। ২০০৬ সালে জাতীয় অ্যাথলেটিকসে নৌবাহিনীর অ্যাথলেট জাম্প করেছিলেন ৪ দশমিক ৩৫ মিটার। গতকাল বুধবার শেষ দিনে রেকর্ড হয়েছে আরও একটি। ৪ গুনিতক ৪০০ মিটার রীলের দলীয় ইভেন্টে স্বর্ণপদকসহ রেকর্ড গড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সাবিয়া আল সোহা, নাথিরা খাতুন, নুসরাত জাহান রুনা ও শিরিন আক্তার মিলে। রীলে দৌড়ানোর আগে অবশ্য ২০০ মিটারে দৌড়ে অসুস্থ হয়ে পড়েছিলেন আগের দিন ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণপদক জেতা শিরিন। বিশ্রাম নিয়ে ফিরেই আবার জেতেন দলীয় ইভেন্টে স্বর্ণ। ১৬টি ১০০ মিটারে স্বর্ণপদক জেতা শিরিন ২০০ মিটারেও এ নিয়ে ১৪বার জিতেছেন স্বর্ণপদক।
৪ গুনিতক ৪০০ মিটার রীলে এদিন শিরিনরা সময় নিয়েছেন ৩:৫১.৬২ সেকেন্ড। এই বিভাগে আগের রেকর্ডটি ছিল ৩২ বছরের পুরনো, তথা ১৯৯৩ সালের। সেবার নাছিমা, সুবনা, মনিয়া ও সুমিতা মিলে রেকর্ডটি গড়েছিলেন ৩:৫৫.৫৫ সেকেন্ড। নৌবাহিনী এই স্বর্ণপদকটি জেতার মাধ্যমেই এদিন তারা ছাড়িয়ে যায় বাংলাদেশ সেনাবাহিনীকে। এর আগে দুই বাহিনীর ঝুলিতে ছিল সম্মিলিত ১৯টি করে পদক। পরে আরও একটি পদক জিতে নৌবাহিনী মোট স্বর্ণপদক জেতে ২১টি। দ্বিতীয় সর্বোচ্চ ১৯টিতেই থাকে সেনাবাহিনী।
এদিকে, প্রথমবারের মতো স্বর্ণপদক জিতে বেশ খুশি সৌরভ। সেই সঙ্গে আক্ষেপও আছে। পোল ভল্টে মানুষের আগ্রহ কম, ফেডারেশন থেকেও নেই তেমন একটা সহায়তা, তারপরও প্রথমবারের মতো স্বর্ণপদকের সঙ্গে রেকর্ড হওয়ায় উচ্ছ্বসিত সৌরভ। যদিও দেশের বাইরে গত বছর মালয়েশিয়াতে অনুষ্ঠেয় ওপেন অ্যাথলেটিকসে ব্রোঞ্জ পদক জিতেছিলেন সৌরভ। তবে সেবার জাম্প করেছিরেন ৪ দশমিক ৩৭ মিটার। যা দেশের অ্যাথলেটদের হিসেবে রেকর্ড। যদিও তা গননায় রাখেনি বাংলাদেশের অ্যাথলেটিক ফেডারেশন। তিনবারের চেষ্টায় এবারই প্রথম গোল্ডমেডেল জেতেন সৌরভ। আর প্রথম গোল্ডমেডেলেই রেকর্ড গড়েছেন নরসিংদীর এই অ্যাথলেট। এ নিয়ে প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘এই ইভেন্টটা মনে প্রাণে আমার জড়িয়ে গেছে। নিজ থেকে অনেক কষ্ট করেছি। তো আমাদের দেশে অ্যাথলেটদের জন্য ওইরকম ফেসিলিটিস নাই, বিশেষকরে পোলভল্টে তো ওরকম ভাবে দেখা হয় না। অন্য ইভেন্ট নিয়ে মানুষের আগ্রহ থাকে।’
‘আমার মনে হয় পোল ভল্টের জন্য যদি আমাদের দেশের বাইরে পাঠানো হয়, কারণ আমাদের এখানে পোলের স্বল্পতা থাকে, এটা একটা ব্যয়বহুল খেলা, তো সবকিছু ইকুইপমেন্ট দেয়া হয় তবে অনেক সহজ হয় আমাদের জন্য।’ যোগ করেন সৌরভ। পুরষদের ২০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ পদক জেতেন নৌবাহিনীর রাকিবুল হাসান। সময় নেন ২১ দশমিক ৩৯ সেকেন্ড। তবে ১০০ মিটারে আগের দিন হযেছেন দ্বিতীয়।
