বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারি ঢাকার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে শেষ হয়েছে বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী ঢাকার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গতকাল বুধবার শাহীন কলেজ ঢাকার খেলার মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির সভানেত্রী ও চেয়ারপারসন কন্ট্রোলিং কমিটি, বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী সালেহা খান। এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেষ্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন তিনি। সালেহা খান স্কুলের কর্মকর্তা, শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি শিক্ষার্থীদেরকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া চর্চার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে উৎসাহিত করেন। অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক, বাফওয়া গোল্ডেন ঈগল নার্সারী ঢাকার অধ্যক্ষ, বাফওয়া কেন্দ্রীয় ও আঞ্চলিক পরিষদের সম্মানিত সদস্যরা এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।