বান্দরবানে টেবিল টেনিস
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে জেলা ক্রীড়া অফিস বান্দরবান পার্বত্য জেলার বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বালক, বালিকা ও পুরুষ ক্যাটাগরিতে বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। এতে বান্দরবান জেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও বিভিন্ন ক্রীড়া ক্লাব অংশ নেয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া বিভাগের আহ্বায়ক অ্যাডভোকেট উবাথোয়াই মার্মা। খেলা শেষে বিজ্বয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেণ জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজ্বরুল ইসলাম ও নির্বাহী কর্মকর্তা মুহা. আবুল মনসুর।