জয় শাহর আমন্ত্রণে দুবাই যাচ্ছে ফারুক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
চলতি বছরের শুরুতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হওয়া জয় শাহের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদ। এরপর পাকিস্তান যাওয়ার কথা রয়েছে তার। বিসিবি অফিসিয়াল বিষয়টি নিশ্চিত করেছে। ৪ মার্চ চলমান চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল চলাকালীন দুবাইয়ে জয় শাহের সাথে সাক্ষাৎ হবে ফারুকের। এরই মধ্যে জয় শাহের আমন্ত্রণ পেয়েছেন বিসিবি প্রেসিডেন্ট।