ঢাকা শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ | বেটা ভার্সন

বাংলাদেশ-সুদান প্রস্তুতি ম্যাচ কবে?

বাংলাদেশ-সুদান প্রস্তুতি ম্যাচ কবে?

সৌদি আরবে ক্যাম্প চলার ফাঁকে সুদানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। ম্যাচটি মাঠে গড়ানোর কথা ছিল গতকাল শনিবার। কিন্তু হঠাৎ করেই সুদান কোচ বাংলাদেশ দলকে জানান, আপাতত ম্যাচটি খেলা তাদের পক্ষে সম্ভব নয়। ফলে ম্যাচটি মাঠে গড়ায়নি। কবে গড়াবে, তাও নিশ্চিত করে বলতে পারেননি ক্যাম্পের কর্মকর্তারা। শিলংয়ে আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ সামনে রেখে সৌদি আরবে ক্যাম্প করছে বাংলাদেশ। প্রস্তুতি শাণিয়ে নিতে সুদানের বিপক্ষে ম্যাচটি খেলার কথা ছিল জামালদের।

টিম ম্যানেজার আমের খান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে পাঠানো বার্তায় জানিয়েছেন, সুদান কোচের সিদ্ধান্তের কারণে প্রস্তুতি ম্যাচটি খেলা যায়নি। ‘আজকে ৮ তারিখে আমাদের একটা প্রস্তুতি ম্যাচের কথা বলা হয়েছিল। সুদানের কোচ চেয়েছিলেন খেলতে, কিন্তু আমাদের বলেছিলেন ৯ তারিখে ম্যাচটা খেলার জন্য। আমরা ৮-৯ তারিখের মধ্যে কোনটিতে খেলব, তা নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে ছিলাম। গতকাল রাতেও তারা বলেছে ৮ তারিখে (শনিবার) ম্যাচ খেলব, কিন্তু সকালবেলা তারা বলেছে আজকে তারা খেলতে পারবে না ম্যাচটা তারা পরবর্তীতে খেলবে।’ এই ‘পরবর্তী’ কবে, সে ব্যাপারে নিশ্চিত করে কিছু বলতে পারেনি ক্যাম্প সংশ্লিষ্ট কেউ। তবে দুই পক্ষের মধ্যে কথা চলছে। আলোচনা ইতিবাচক হলে রোববারও ম্যাচটি হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। গত বছর ভারতের বেঙ্গালুরুতে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপের আগেও সৌদি আরবে ক্যাম্প করেছিল বাংলাদেশ। সেসময় সুদানের বিপক্ষে একটি আন-অফিসিয়াল প্রীতি ম্যাচ খেলেছিল দল; ম্যাচটি জামাল-তপুরা হেরেছিলেন ৩-০ ব্যবধানে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত