হামজা দেওয়ান চৌধুরীর আগমনে নতুন করেছে জেগে উঠেছে বাংলাদেশের ফুটবলাঙ্গণ। সোনালী দিনের স্বপ্নে বুক বাঁধতে শুরু করেছে লাল সবুজের ফুটবলপ্রেমীরা। গত দুই দিনে হামজাকে নিয়ে রীতিমত ঝড় বয়ে যাচ্ছে। বিমানবন্দর থেকে তার গ্রামের বাড়ি, তারপর ঢাকার হোটেল; যেখানেই যাচ্ছেন ইংলিশ লিগে খেলা এই তারকাকে নিয়ে সমর্থকদের উন্মাদনা ছিল দেখার মতো। দেশের ক্রীড়ামোদিরা তাকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন। গতকাল বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুম লোকে লোকারণ্য। সাম্প্রতিক সময়ে ফুটবলের কোনো সংবাদ সম্মেলনে এত গণমাধ্যমকর্মীর উপস্থিতি চোখে পড়েনি।
বাফুফের কর্মকর্তা, স্পনসর প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কর্মকর্তা ছাড়া বাকিদের বেশিরভাগই সংবাদকর্মী। স্বাভাবিকভাবেই সবার আকর্ষণের কেন্দ্রে ছিলেন হামজা দেওয়ান চৌধুরী। প্রথমবার আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে হাজির ইংলিশ চ্যাম্পিয়নশপি লিগের দল শেফিল্ড ইউনাইটেডে খেলা এই ফুটবলার।
আগামী মঙ্গলবার শিলংয়ে ভারতের বিপক্ষে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচকে সামনে রেখে কোচের আশাবাদী বক্তব্য মনোযোগ কেড়ে নিয়েছে ফুটবলপ্রেমীদের। মিডফিল্ডার হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি ভারতের বিপক্ষে আসন্ন এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করেন বাংলাদেশের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। হামজা বাংলাদেশ দলের হয়ে খেললেও বাংলাদেশ দলের অধিনায়কের আর্মব্যান্ড থাকছে জামাল ভূঁইয়ার হাতেই। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জামাল ভূঁইয়াকে দলের অধিনায়ক হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। ২০১৩ সালে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে বাংলাদেশ দলে অভিষেক হয় জামাল ভূঁইয়ার। তার পথ ধরেই আরও কয়েকজন খেলছেন। সেই পথ পরিক্রমায় এসেছেন হামজা। হামজা আসার পর বাংলাদেশের ফুটবল আবহ বদলেছে। সারা দেশ ফুটবল উন্মাদনায় মেতেছে। সংবাদ সম্মেলনে তাকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি হামজাকে ‘বাংলাদেশের মেসি’ বলে মন্তব্য করেছেন। জামাল বলেন, ‘আমাদের মেসি এসে গেছে। হামজা ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়। সে আমাদের মেসি। আমাদের দলের প্রত্যেকে হামজাকে স্বাগতম জানিয়েছে। তার প্রতি সবার শ্রদ্ধা আছে। ২০১৩ সালে আমাকে দিয়ে প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্তি শুরু। এক যুগ পর হামজার মতো খেলোয়াড় যোগ হলো। এটা আরো প্রবাসীকে বাংলাদেশ দলের জার্সিতে খেলার আগ্রহ বাড়াবে।’ হামজা সহজেই তাদের সঙ্গে মানিয়ে নেবেন বলে বিশ্বাস অধিনায়কের, ‘সে কীভাবে দলে ফিট হবে, আমার মনে হয় সে দারুণভাবেই ফিট হবে। সবাই তাকে স্বাগত জানিয়েছে, সবার হামজার প্রতি শ্রদ্ধা রয়েছে, তারা জানে সে আমাদের দলের জন্য কী বয়ে আনতে পারে। তারা জানে সে আমাদের কী দিতে পারে। সুতরাং আমাদের জন্য বিষয়টা আসলে দুর্দান্ত।’
২৭ বছর বয়সী হামজার অভ্যর্থনা দেখে জামাল নিজেও অভিভূত, ‘হামজাকে আপনারা যে অভ্যর্থনা দিচ্ছেন, তা অসাধারণ। এটি সারা বিশ্বের অন্যদেরও অনুপ্রাণিত করবে। ২৫ মার্চ যখন সে জাতীয় সংগীত শুনবে, তখন তার গায়ে কাঁটা দিয়ে উঠবে, আমারও দিয়েছিল।’
২৫ মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সেই ম্যাচে অবসর ভেঙে ফিরছেন ভারতের ৪০ বছর বয়সী সাবেক তারকা সুনীল ছেত্রী। জামালের উপলব্ধি, ‘আমি মনে করি না যে সুনীল ছেত্রী ও হামজার তুলনা করা সম্ভব। সুনীল তার দেশের জন্য অসাধারণ অবদান রেখেছেন, তবে বাস্তবতা হলো হামজা একজন প্রিমিয়ার লিগের খেলোয়াড়।’ শিলংয়ের মাঠে বাংলাদেশ-ভারত ম্যাচে ফল কী হতে পারে তা আগাম ধারণাও করছেন জামাল, ‘আমাদের মানসিকতা খুবই শক্তিশালী। কোচ যেমন বলেছেন, আমরা ভারতের মোকাবিলা করতে পুরোপুরি প্রস্তুত। এখানে জেতা বা হারার প্রশ্ন, মাঝামাঝি কিছু নেই। এই কক্ষে থাকা প্রত্যেকেই ভারতকে হারাতে চায়। আমি মনে করি, এবার আমরা জিতব।’