শিলংয়ে আজ অনুশীলনে নামবেন হামজা-জামালরা
প্রকাশ : ২১ মার্চ ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে ভারতের শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে সেখানকার জওহরলাল নেহরু স্টেডিয়ামে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের জার্সিধারীরা। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ভারতের উদ্দেশ্যে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন কাবরেরার শিষ্যরা। আর স্থানীয় সময় বিকেল ৪টায় শিলংয়ে পৌঁছায় তারা। যেখানে দলের সফরসঙ্গী হয়েছেন ২৪ জনের স্কোয়াড। মূলত দেশ ছাড়ার আগে চূড়ান্ত স্কোয়াড নির্বাচন করতে না পারায় অতিরিক্ত একজনসহ মোট ২৪ জনের দল নিয়ে দেশ ছাড়েন কোচ হ্যাভিয়ের কাবরেরা। দলের প্রথমবারের মতো যুক্ত হয়ে দেশের ফুটবলের উন্মাদনা আরো বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভুত ইংল্যান্ডের ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী।
শিলং পৌঁছানোর পর হামজারা মূলত বিশ্রামেই আছেন। শিলং থেকে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, হোটেলে পৌঁছানোর পর হালকা নাস্তার পর সবাই হাঁটাহাঁটি করছেন। রাত ৯টায় ডিনার আছে। আজ অনুশীলনে নামার কথা লাল সবুজ দলের। সবাই ভালো ও সুস্থ আছে। বাংলাদেশ ম্যাচের জন্য ভারত পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে রেখেছে। তবে বাংলাদেশ দলের জন্য কোনো ম্যাচ আয়োজন করতে পারেনি বাফুফে। সৌদি আরবে ১২ দিনের ক্যাম্পই ভারত ম্যাচের আগে বাংলাদেশের প্রস্তুতি। যে ২৪ ফুটবলার নিয়ে শিলং গেছেন কোচ, তাদের মধ্যে অভিষেকের অপেক্ষায় হামজা চৌধুরীসহ ৩ জন। মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন ও পুলিশের ফরোয়ার্ড আল-আমিন লাল-সবুজ জার্সিতে ম্যাচ খেলার অপেক্ষায়।
যে ২৪ জন নিয়ে শিলং গেছেন ক্যাবরেরা
গোলরক্ষক : মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার : শাকিল আহাদ তপু, রহমত মিয়া, তারিক রায়হান কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, ঈসা ফয়সাল, শাকিল হোসেন।
মিডফিল্ডার : চন্দন রায়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবুর রহমান জনি, সৈয়দ শাহ কাজেম কিরমানি, শেখ মোরসালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।
ফরোয়ার্ড : ফয়সাল আহমেদ ফাহিম, মোহাম্মদ ইব্রাহিম, শাহরিয়ার ইমন, আল-আমিন, রাকিব হোসেন।
