এশিয়া কাপ বর্জনের সিদ্ধান্ত নেয়নি ভারত
প্রকাশ : ২০ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

ভারত এশিয়া কাপে খেলবে না, ‘ইন্ডিয়ান এক্সপ্রেসের’ এই খবরে উত্তাল ক্রিকেট দুনিয়া। পাকিস্তানের সঙ্গে সংঘাতের পর তাদের বিপক্ষে না খেলার কথাই বলছিলেন সুনীল গাভাস্কার, সৌরভ গাঙ্গুলি, বীরেন্দর শেবাগরা। ইন্ডিয়ান এক্সপ্রেসের এমন খবর তাই ভিত্তি পাচ্ছিল। তবে ‘পিটিআই’কে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকিয়া ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন খবরটা। দেবজিত সাইকিয়া বলেছেন, ‘বিসিসিআই এশিয়া কাপ আর নারী ইমার্জিং এশিয়া কাপ থেকে সরে দাঁড়িয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে কিছু গণমাধ্যমে। এটা পুরোপুরি ভিত্তিহীন। বিসিসিআই এমন কোনো সিদ্ধান্তই নেয়নি। শুধু তাই নয় এটা নিয়ে আলোচনাও হয়নি।’ ভারত যদি টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয় তাহলে সেটা সংবাদ মাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানোর কথাও বললেন দেবজিত সাইকিয়া, ‘আমরা এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে কোনো চিঠি দেইনি। এসিসি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে সেটা সংবাদমাধ্যমে জানানো হবে আনুষ্ঠানিকভাবে।’ বিসিসিআইয়ের এমন বক্তব্যের পর রাজনৈতিক টানাপোড়েনে এশিয়া কাপ হবে না, সেটা বলার উপায় নেই। অবশ্য এর আগেও এশিয়া কাপ বর্জনের ইতিহাস আছে। ১৯৮৬ সালে শ্রীলঙ্কার সঙ্গে রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন সেই বছরের এশিয়া কাপে অংশ নেয়নি ভারত। ভারতের বদলে সেবার খেলেছিল বাংলাদেশ। ভারতে অনুষ্ঠিত ১৯৯০-৯১ মৌসুমের এশিয়া কাপে খেলেনি পাকিস্তান। ২০২৩ সালে আবার পাকিস্তানে খেলতে অস্বীকৃতি জানায় ভারত, তাই টুর্নামেন্টটা হয় হাইব্রিড মডেলে। এবার এশিয়া কাপের ভাগ্যে কি আছে সেটাই দেখার।