জর্ডানে আফঈদাদের নজর ইন্দোনেশিয়ায়

প্রকাশ : ২৯ মে ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

জর্ডান সফরে প্রথম পরীক্ষা স্বাগতিকদের বিপক্ষে; তবে বাংলাদেশ দলের বিশেষ নজর পরের ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে। কেননা, এই প্রথম তাদের বিপক্ষে খেলবে মেয়েরা। আম্মানের কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে আগামী শনিবার জর্ডানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এ উপলক্ষে দেশটিতে পৌঁছে গতকাল বুধবার দ্বিতীয় দিনের প্রস্তুতি সেরেছে দল। সফরটি বাংলাদেশ করছে মূলত জুন-জুলাইয়ের নারী এশিয়ান কাপের বাছাই সামনে রেখে। মিয়ানমারে যাওয়ার আগে নিজেদের শক্তি-দুর্বলতা যাচাই করে নিতে চান প্রধান কোচ পিটার জেমস বাটলার। ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের (১৩৩তম) চেয়ে জর্ডান (৭৪তম) ও ইন্দোনেশিয়া (৯৪তম) ঢের এগিয়ে। সহকারী কোচ মাহবুবুর রহমান লিটুর মতে, এই সফর থেকে মেয়েদের শেখার আছে অনেক কিছু। তিনি বলেন, ‘সবাই সুস্থ আছে এবং মেয়েরা খুব সুন্দর প্র্যাকটিস করছে, গ্রাউন্ডও খুব ভালো।