ভিয়েতনামে রানারআপ ফাহাদ

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ভিয়েতনামের কুয়াংয়ের হা লং সিটিতে দ্বিতীয় কুয়াং নিন গ্র্যান্ডমাস্টার-২ দাবায় রানারআপ হয়েছেন। ফাহাদ ১০ খেলায় সাড়ে পাঁচ পয়েন্ট পেয়েছেন। থাইল্যান্ডের আন্তর্জাতিক মাস্টার লাওহাউইরাপাপ প্রিন সাড়ে সাত পয়েন্ট পেয়ে শিরোপা জিতেছেন। ভিয়েতনামে ৫টি দেশের তিনজন গ্র্যান্ডমাস্টার ও তিনজন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ছয়জন দাবাড়ু ডাবল রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে এ ইভেন্টে অংশগ্রহণ করেন।

গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য তিনটি জিএম নর্ম ও ২৫০০ রেটিং হতে হয়। গত বছর ফাহাদ ভিয়েতনামেই প্রথম জিএম নর্ম পান। এবার রানারআপ হয়েও পাননি। জিএম নর্ম পেতে হলে পারফরম্যান্স রেটিং ২৬০০ পয়েন্ট হতে হয়। সেখানে ফাহাদের সংগ্রহ ২৪৬৩ পয়েন্ট।