আলজেরিয়ায় প্রিয় ক্লাবের শিরোপা জয়ের উৎসবের অংশ হতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক দর্শক। এমসি আলজারের টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত হওয়ার পর, গ্যালারির ওপরের স্ট্যান্ড থেকে পড়ে আরও অনেকে আহত হয়েছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে গত শনিবার এই খবর জানানো হয়েছে। দেশটির রাজধানীর ৫ জুলাই স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এমসি আলজার বিবৃতি দিয়ে এক সমর্থকের মৃত্যুর কথা জানিয়েছে। ইয়োনেস নামের ওই সমর্থকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ক্লাবটির সভাপতি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওপরের স্ট্যান্ডের বেষ্টনী ভেঙে গেলে অনেক সমর্থক নিচে পড়ে যান এবং তাতেই হতাহতের ঘটনা ঘটে।