ঢাকা রোববার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ | বেটা ভার্সন

আরও দুই ম্যাচ নিষিদ্ধ ম্যানসিটি তারকা

আরও দুই ম্যাচ নিষিদ্ধ ম্যানসিটি তারকা

নতুন করে আরও দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ম্যানচেস্টার সিটির রিকো লুইসকে। অর্থাৎ ফিফা ক্লাব বিশ্বকাপে ম্যানসিটির পরবর্তী দুটি ম্যাচও খেলতে পারবেন না তিনি। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে উইদাদ এসির বিপক্ষে লাল কার্ড দেখার অপরাধে এ নিয়ে মোট তিন ম্যাচ নিষিদ্ধ হলেন ইংলিশ ডিফেন্ডার। গেল ১৮ জুন ফিলাডেলফিয়ায় উইদাদের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে শেষ দিকে স্যামুয়েল ওবেনকে চ্যালেঞ্জ করে সরাসরি লাল কার্ড দেখেছিলেন লুইস। এরপর রোববার আটলান্টায় আল আইনের বিপক্ষে ম্যানসিটির ৬-০ গোলের জয়ের ম্যাচে মাঠের বাইরে ছিলেন তিনি। প্রথমে লুইসকে এক ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে শাস্তি বাড়ায় ২০ বছর বয়সি এই ডিফেন্ডার আগামীকাল বৃহস্পতিবার ফ্লোরিডার অরল্যান্ডোতে জুভেন্টাসের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচ এবং শেষ ষোলোর ম্যাচ খেলতে পারবেন না। এক বিবৃতিতে ফিফা বলেছে, আচরণবিধির ১৪ নম্বর অনুচ্ছেদ, ধারা ১, উপধারা (ই) লঙ্ঘনের দায়ে তাকে তিন ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত