টি-টোয়েন্টিতে মোস্তাফিজের নতুন রেকর্ড
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

বল হাতে নতুন রেকর্ড গড়লেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪ ওভারের বোলিং কোটা পূরণ করে সবচেয়ে কম রান দেওয়ার বাংলাদেশি রেকর্ড গড়লেন কাটার মাস্টার খ্যাত এই বাঁহাতি পেসার। গতকাল রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৯.৩ ওভারে মাত্র ১১০ রানেই গুঁটিয়ে যায় পাকিস্তান। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন ওপেনার ফখর জামান।
এদিন বল হাতে মোস্তাফিজ ২ উইকেট শিকার করেন। যার জন্য ৪ ওভারে খরচ করেন মাত্র ৬ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কৃপণ বোলিংয়ের রেকর্ড এটি। এর আগে কেউই ৪ ওভারে এত কম রান দিয়ে বল করেননি। রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজ নিজে ৪ ওভারে ৭ রান দিয়েছিলেন। ৯ ম্যাচ পর টস জিতে মিরপুরে পাকিস্তানকে আগে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। লিটন দাসের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করে শুরু থেকেই আগুন ঝরান তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শেখ মাহেদী এবং তানজিম হাসান সাকিব।
তাতে ১৯.৩ ওভারেই ১১০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।
টসে জিতে ফিল্ডিং নেওয়ার পর বাংলাদেশ যেন আগুনে বোলিংয়ে পুরো পাকিস্তান ব্যাটিং লাইনআপকে চেপে ধরে। তাসকিন আহমেদ তুলে নেন ৩টি উইকেট, যার মধ্যে প্রথমেই ফিরিয়ে দেন সাইম আইয়ুবকে। এরপর টপ অর্ডারে একে একে সাজঘরে ফেরেন হারিস, সালমান, নওয়াজরা।
পাওয়ারপ্লে’র মধ্যেই পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৪১/৪। এক প্রান্ত আগলে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন ফখর জামান। ৩৪ বলে ৪৪ রানের ইনিংস খেলে তাকেই মনে হচ্ছিল একমাত্র আশা। কিন্তু তাকে ফিরিয়ে দিলে কার্যত ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস।
শেষদিকে খুশদিল শাহ (১৭) ও আব্বাস আফ্রিদি (২২) কিছুটা প্রতিরোধ গড়লেও তা দলের সম্মানজনক স্কোর এনে দিতে পারেনি। ১৯.৩ ওভারেই ১১০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে যা তাদের ইতিহাসে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আগে ২০১৬ সালে মিরপুরেই তারা করেছিল ১২৯/৭।
