ঢাকায় হকির বিদেশি কোচ
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রথমবার জুনিয়র হকি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপে ‘এফ’ গ্রুপে বাংলাদেশ ছাড়াও আছে গত আসরের রানার্স আপ ফ্রান্স ও অন্য দুই দল অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া। দুই সহকারী কোচ আশিকুজ্জামান ও মশিউর রহমান বিপ্লবের অধীনে লাল-সবুজ দলের প্রস্তুতি শুরু হয়েছে আগেই। তবে সেপ্টেম্বর থেকে নেদারল্যান্ডসের কোচ সিগফ্রাইড অ্যাকম্যান হেড কোচ হয়ে দলের সঙ্গে যোগ দেবেন। এবারই প্রথম হকিতে ২৪ টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। এ বছর ২৮ নভেম্বর-১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হবে। বাংলাদেশ হকি ফেডারেশনের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করতে সিগফ্রাইড অ্যাকম্যান এখন ঢাকাতে।
হকি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আবু জাফর তপন বলেছেন, ‘সিগফ্রাইড অ্যাকম্যান ঢাকায় এসেছেন। আজ-কালের মধ্যে চুক্তি হবে। তিনি অনূর্ধ্ব-২১ বিশ্বকাপে বাংলাদেশ দলকে কোচিং করাবেন। এখন চুক্তি সেরে সেপ্টেম্বরে দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন।’ ৬৬ বছর বয়সি কোচ ২০১৮ সালে জাপানকে এশিয়ান গেমসে স্বর্ণপদক এনে দিয়েছিলেন।
এছাড়া পাকিস্তানসহ অনেক জায়গাতে কাজ করেছেন। কাজী আবু জাফর তপন বলেছেন, ‘আমরা দেশের বাইরে কোচের জন্য কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেছিলাম। এরমধ্যে সিগফ্রাইডের সঙ্গে আমাদের সবকিছু মিলে যায়। আশা করছি ডাচ কোচের অধীনে ছেলেরা সাফল্য পাবে।’
