বন্ধুর সঙ্গে তাসকিনের ঝামেলা মিটমাট

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বন্ধুকে মারধরের অভিযোগে মিরপুর মডেল থানায় জিডি হয়েছিল তাসকিন আহমেদের বিরুদ্ধে। বাংলাদেশি এই পেসার অবশ্য অভিযোগ অস্বীকার করেছিলেন। অস্বস্তিকর ব্যাপারটার সমাপ্তি হল পারিবারিকভাবে। মিরপুর মডেল থানায় দায়ের করা অভিযোগও তুলে নিয়েছেন তাসকিনের বন্ধু সিফাতুর রহমান সৌরভ। সিফাতুর রহমান সৌরভ গণমাধ্যমের মুখোমুখি হয়ে বললেন, ‘মুচলেকা করানো হয়েছে। এরপর অভিযোগ তুলে নেওয়া হয়েছে। আসলে এখন মিউচুয়াল হয়ে গেছে তো। দুই পরিবার মিলে হয়েছে। বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। সেখান থেকেই সূত্রপাত হয়। এর আগে আমি সরি বলি নাই, অভিযোগও তুলে নেই নাই। অভিযোগ যেদিন করা হয় তার পরে তাসকিনের সঙ্গে কথা হয় পরিবারের সঙ্গে।’ সৌরভের খালা ঝুমা খান বলেছেন, ‘সর্বশেষে ৪৮ ঘণ্টার টাইম চেয়েছিল। আজকে সেটার সমাধান বাবা, চাচা এসে মুচলেকা সমাধান করে এই অভিযোগ তোলা হয়েছে। উনারা এসে সময় নিয়েছে। পারিবারিকভাবে মিউচুয়াল করা হয়েছে।’ কোনো চাপ ছিল না বলেও নিশ্চিত করেছেন ঝুমা খান, ‘না চাপে পড়ে না। পারিবারিকভাবে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাসকিনের সঙ্গেও কথা হয়েছে। কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তাসকিনের আরেক বন্ধু ইশতিয়াক হৃদয় বলেছেন, ‘আমার নাম ইশতিয়াক, আমাকে মোটামুটি সবাই চিনে। আমি ছিলাম। আমাকে নিয়েই আমার বন্ধুকে কালেক্ট করা হয়েছিল। জিনিসটা পারিবারিকভাবে মিটমাট হয়েছে। সে একটা মুচলেকা দিয়েছে যে আমাদের আর কোনো বিপদ হবে না।