দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগার যুবাদের দাপুটে জয়

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের ক্রিকেটে পরিচিত এক নাম আমিনুল ইসলাম বুলবুল। যিনি দেশের অভিষেক টেস্টে শতক হাঁকিয়েছেন। মানে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান তিনি। অবসরের পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করে যাচ্ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। দেশে দেশে ক্রিকেটের উন্নয়নে পাঠ দিতেন সাবেক টাইগার অধিনায়ক। তার মতো অভিজ্ঞ মানুষকে দেশের ক্রিকেটে প্রয়োজন এটা অনেক দিন থেকেই রব উঠেছিল। এর মাঝেই দেশে রাজনৈতিক পালাবদল ঘটে। নাজমুল হাসান পাপনকে সরিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির চেয়ারে বসেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। কিন্তু খুব বেশি দিন টিকতে পারেননি তিনি। বোর্ড পরিচালকদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পদ ছাড়তে বাধ্য হন তিনি। অভূতপূর্ব পরিস্থিতিতে ফারুক আহমেদের জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছেন, আমিনুল ইসলাম বুলবুল। বোর্ড প্রধান হওয়ার পর থেকেই দেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করে চলেছেন তিনি। তবে তার নির্ধারিত সময় ফুরিয়ে আসছে। আগামী অক্টোবরে বুলবুলের মেয়াদ শেষ হতে চলেছে। কারণ, বিসিবির নির্বাচন। বিসিবি সভাপতি হওয়ার পরই তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছেন তিনি।