ফের বাইশ গজে ফিরছেন তামিম

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

চলতিব বছরের মার্র্চে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার সময় মাঠেই হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। চরম সংকটাপন্ন অবস্থা তৈরি হয়েছিল তার। সেখানকার ফজিলাতুন্নেছা হাসপাতালের চিকিৎসকদের দক্ষতায় স্টেন্ট পরানো হয় তার হার্টে। পরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেন এই ক্রিকেটার। চিকিৎসা নেন দেশের বাইরে গিয়েও। তবে উন্নত চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে উঠা সাবেক এই অধিনায়ক আবার প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরতে যাচ্ছেন।

তামিমের চাচা ও বিসিবি পরিচালক আকরাম খান জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি আসর খেলবেন তামিম। বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্বে থাকা আকরাম জানান, আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়া তামিম, মাহমুদউল্লাহ ও সীমিত সংস্করণ ছেড়ে দেওয়া মুশফিকুর রহিম খেলবেন এই আসরে, ‘আশা করছি ওরা তিনজন (তামিম, মাহমুদউল্লাহ ও মুশফিক) খেলবে। তামিমের সঙ্গে কথা হয়েছে, তামিমও খেলবে।’

আসন্ন এনসিএল টি-টোয়েন্টিতে চট্টগ্রামের হয়ে খেলার আগ্রহের কথা জানিয়ে তিনি দল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন বিসিবির পরিচালক ও টুর্নামেন্ট কমিটির প্রধান আকরাম খান, সম্পর্কে যিনি তামিমের চাচা।

হৃদরোগে আক্রান্ত হওয়ার আগেই তামিম আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহও। তবে মুশফিকুর রহিম এখনও টেস্ট খেলছেন। তামিমের সঙ্গে এনসিএল টি-টোয়েন্টিতে খেলবেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটারও। এনসিএল টি-টোয়েন্টির গত আসরে তামিম ৪টি ও মুশফিক ২টি ম্যাচ খেললেও ছিলেন না মাহমুদউল্লাহ। তামিম চট্টগ্রামে খেললেও মুশফিক নিজের বিভাগ রাজশাহীর বদলে সিলেটের হয়ে খেলার ইচ্ছার কথা নির্বাচকদের জানিয়েছেন। মাহমুদউল্লাহ কোন দলে খেলবেন, সেটি এখনও নিশ্চিত নয়।

১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এনসিএল টি-টোয়েন্টির জন্য শেষ পর্যন্ত বগুড়া, রাজশাহী ও সিলেটকে ভেন্যু হিসেবে চূড়ান্ত করেছে বিসিবি। বগুড়া ও রাজশাহীতে প্রতিদিন একটি করে মোট দুটি ম্যাচ হবে। লিগ পর্বের ম্যাচগুলো শেষ হলে সেমিফাইনাল ও ফাইনাল হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই ম্যাচগুলো দিবারাত্রির করার পরিকল্পনা বিসিবির।

ক্রিকেট ছড়িয়ে দেওয়ার ভাবনা থেকেই তিনটি আলাদা ভেন্যুতে এনসিএলের খেলা হচ্ছে বলে জানান আকরাম। শুরুতে চট্টগ্রামের কথা ভাবনায় থাকলেও পরে বাদ দেওয়ার কারণ জানিয়ে তিনি বলেন, ‘আমরা প্রথমে এমএ আজিজ স্টেডিয়ামের (জেলা স্টেডিয়াম, চট্টগ্রাম) কথা চিন্তা করেছিলাম। এমএ আজিজ স্টেডিয়ামে ও রকম উইকেট হয়তো পাব না। এ জন্য বাতিল করেছি।’ এনসিএল টি-টোয়েন্টির এবারের আসরে ক্রিকেটারদের ম্যাচ ফিও বাড়ানো হয়েছে। গত আসরে প্রতিটি ম্যাচের জন্য ২৫ হাজার টাকা করে পেতেন ক্রিকেটাররা, এবারের আসরে সেটি আরও ১৫ হাজার বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।