নিজ বিভাগের হয়ে খেলতে চান না মুশফিক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

গেল বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্ট বেশ আলোড়ন তুলেছিল। সবমিলিয়ে গত আসর সফলভাবেই আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফল আয়োজনের ফলে দর্শক-সমর্থকদের পাশাপাশি ক্রিকেটারদেরও চাওয়া ছিল দ্বিতীয় আসরে। আগামী সেপ্টেম্বরের ১৫ তারিখ মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টের দ্বিতীয় আসর। এরই মাঝে আলোচনায় মুশফিকুর রহিম। গেল আসরের শেষ দিকে এনসিএলে মাঠে নেমেছিলেন তিনি, খেলেছিলেন নিজ বিভাগ রাজশাহীর হয়ে।

তবে এবার আসর শুরুর আগে জানা গেল নিজ বিভাগের হয়ে খেলতে চান না মুশফিক। এরইমধ্যে বিসিবির কাছে সিলেটের হয়ে খেলার জন্য আবেদন করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। সেখানে মুশফিক প্রসঙ্গে আকরাম বলেন, ‘মুশফিক খুব সম্ভবত সিলেটের হয়ে খেলার জন্য অনুরোধ করেছে। ও (মুশফিক) মনে হয় সিলেটের হয়ে খেলতে চায়।’ ঠিক কি কারণে মুশফিক রাজশাহীর হয়ে খেলতে চান না সেটা অবশ্য জানা যায়নি।

এদিকে এবারের ভেন্যু নিয়ে আকরাম বলেন, ‘ওদের তো বিপিএল নিয়ে অনেক চাহিদা আছে, ওরা সবসময় বলে। আমরা চেষ্টা করেছি ক্রিকেটটা যেন সারা বাংলাদেশে হয়, ভালো জায়গায় হয়। বগুড়ায় কিন্তু অনেকগুলো ম্যাচ হয়েছে, সেটা আমাদের মাথায় আছে।’ তিনি আরও বলেন, ‘রাজশাহীতে প্রচুর ক্রিকেট সমর্থক আছে। রাজশাহী থেকে ভালো ভালো খেলোয়াড়ও আসছে। সিলেটে আমাদের দিবা-রাত্রির একটা পরিকল্পনা আছে। সেমিফাইনাল ও ফাইনাল হয়তো আমরা দিবা-রাত্রির করব, সেটার জন্যই সিলেটে আমরা পরিকল্পনা করেছি।’