ম্যাচসেরার পুরস্কার এক ঠেলাগাড়ি আলু!
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া ডেস্ক

খেলার মাঠে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে দেওয়া হয় ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার। পুরস্কার হিসেবে সাধারণত ট্রফি, মেডেল কিংবা অর্থ পুরস্কার দেওয়া হয়ে থাকে। তবে ইউরোপিয়ান ফুটবল লিগগুলোতে দেওয়া হয় দামি পানীয়র বোতল। কিন্তু এবার ব্যতিক্রমী এক ঘটনার সাক্ষী হলো ডেনমার্কের ফুটবল ভক্তরা। দেশটির প্রথম বিভাগ ফুটবল লিগে ম্যাচসেরা হয়ে ফরাসি ফুটবলার মাক্সিম সুলাস পেলেন ৫৫ কেজি আলু! শুধু তাই নয়, সেই আলুর বস্তা টানার জন্য সঙ্গে দেওয়া হয় একটি ঠেলাগাড়িও! সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ড্যানিশ সুপার লিগের ম্যাচে। যেখানে ঘরের মাঠে নর্ডসজেল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারায় সন্ডারিউস্কে। স্বাগতিকদের পক্ষে প্রথম গোলটি করেন সৌলাস। হন ম্যাচসেরাও।
যেখানে সবাইকে চমকে দিয়ে পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় একগাদা আলু! যার ওজন ৫৫ কেজি। এতো আলু টেনে নেওয়া সহজ নয়, তাই আলুর সঙ্গে ঠেলাগাড়িও উপহার পান তিনি।
অদ্ভুত এই পুরস্কার অবশ্য বাড়ি নিয়ে যাননি সৌলাস। বার্তা সংস্থা এএফপিকে তিনি জানান, ‘আমি আলুগুলো ক্লাবের ক্যাফেটেরিয়ায় দিয়ে দিয়েছি। আর ওরা কিছু দান করেছে স্থানীয় স্যুপ কিচেনে ক্ষুধার্ত ও গৃহহীন মানুষদের জন্য।’ গত সপ্তাহেও ঘটেছে এমন অদ্ভুত ঘটনা। নরওয়ের ঘরোয়া লিগে ব্রাইন এফকের ফুটবলার লাসে কভিগস্ট্যাডকে ম্যাচসেরার পুরস্কার হিসেবে ১০০ ডিম, ৪০ প্যাকেট ওটস ও ২০ লিটার দুধ দেয়া হয়।!
মার্টিন ওডেগার্ড ২০১৯-২০ মরশুমে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদের হয়ে খেলার সময় মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে পেয়েছিলেন এক বিশাল মাছ। কিছুদিন আগে মালাওয়াই ফুটবল লিগে। ম্যাচসেরার পুরস্কার হিসেবে হাতে তুলে দেওয়া হয় একটি জ্যান্ত মুরগি! আফ্রিকান লিগগুলোতে এমন পুরস্কার নতুন কিছু নয়। ঘানার লিগে একজোড়া স্যান্ডেল তুলে দেওয়ার মতো ঘটনাও আছে। বতসোয়ানা লিগে সেরা খেলোয়াড় পান ঘরের বাজার-সদাই! এছাড়া দক্ষিণ আফ্রিকায় একবার ম্যাচসেরার পুরস্কার দেওয়া হয় ৫ জিবি ডাটা। স্কটিশ প্রিমিয়ার শিপের ২০১৮ আসররের ম্যাচসেরার পুরস্কার হিসেবে দেওয়া হয়েছিল একটি বিশাল পিৎজ্জা! বাংলাদেশের ফুটবলেও আছে এমন অদ্ভুত ঘটনা। কয়েক বছর আগে বাফুফের ফেডারেশন কাপে ম্যাচসেরার পুরস্কার হিসেবে দেওয়া হয় হাজার টাকা মূল্যের ‘ইস্ত্রি’। ২০১৩ সালে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ম্যাচসেরা হয়ে ব্লেন্ডার মেশিন পেয়েছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার লুক রাইট। তখন আবাহনী লিমিটেডের হয়ে খেলতেন তিনি। ব্লেন্ডার মেশিন পেয়ে একটি টুইটও করেন এই অলরাউন্ডার; যা ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
