বাংলাদেশে ফিরছেন কিউরেটর টনি হেমিং
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ক্রীড়া প্রতিবেদক

কিছুটা অপ্রত্যাশিতভাবে বাংলাদেশ ছেড়ে চলে গিয়েছিলেন অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিং। তবে তাকে আবার ফেরানো হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক শীর্ষ কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেন, ‘আলোচনা চলছে। আমরা এই বিষয়ে খুব বেশি কিছু বলতে চাই না, কারণ টনি এখনও অন্য একটি বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ।’ হেমিং ঠিক কী পদে ফিরছেন, জানতে চাইলে তিনি জানান, ‘টনি হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট হিসেবে আসছেন, যার অর্থ হলো দেশের অন্য সব কিউরেটর তাকে রিপোর্ট করবেন।’
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হেমিং শুক্রবার ঢাকায় এসেছেন। তবে বিসিবির সূত্র এই খবরের সত্যতা নিশ্চিত করতে পারেনি। বোর্ড কর্তা জানান, ‘টনি ফিরছেন ঠিকই, তবে শুক্রবার তার আসার যে খবর শোনা যাচ্ছে বোর্ড এই মুহূর্তে তা নিশ্চিত করতে পারছে না, কারণ এই বিষয়ে কোনো আলোচনা হয়নি।’
টনি হেমিং প্রথমবার বিসিবিতে যোগ দিয়েছিলেন ২০২৩ সালের জুলাইয়ে। তবে গত বছরের জুলাইয়ে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) প্রধান কিউরেটরের দায়িত্ব নিতে পদত্যাগ করেন। বর্তমানে তাকে আবার বিসিবিতে আনার জন্য আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে তার প্রাপ্যতা এবং পিসিবির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে। সে কারণে তিনি কবে থেকে বিসিবির সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন, সেটা নিশ্চিত হওয়া যাচ্ছে না। হেমিংয়ের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তি আছে এখনও। সে কারণে বিসিবি চায় সেখান থেকে তার এখানে আসার প্রক্রিয়াটা যেন মসৃণ হয়।
এদিকে শ্রীলঙ্কান কিউরেটর গামিনী ডি সিলভার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যদিও সম্প্রতি তার চুক্তি নবায়ন করা হয়েছিল। গামিনীকে ঘিরে বিসিবির ভেতরে পিচ প্রস্তুতি ও অবকাঠামো পরিকল্পনা নিয়ে নানা আলোচনা-সমালোচনা ছিল। তবে বিসিবি চাইলেও এখনই তাকে চুক্তি থেকে সরিয়ে দিতে পারে না।
তাকে ৩ মাসের নোটিস দেবে বোর্ড। তা শেষেই চুক্তি শেষ হবে বিসিবির সঙ্গে গামিনির। আগামী ১০ আগস্ট কলম্বোয় ফিরে যাবেন তিনি।
